প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 December 2024 02:19
দ্য ওয়াল ব্যুরো: বিগত কয়েকদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। বুধবারও মারা গেছে এক শিশু। 'রহস্যজনক' রোগের প্রকোপ দেখা দিয়েছে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায়। কী রোগে মৃত্যুগুলি ঘটছে তা কারও কাছে স্পষ্ট হচ্ছে না। এই কারণে উদ্বেগ বেড়েছে কেন্দ্রীয় সরকারেরও। ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বিষয়টি নিয়ে।
কোটরাঙ্কা তেহসিলের বারহাল গ্রামে ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের সকলে গ্রামেরই দুটি পরিবারের সদস্য। কিছুদিন ধরে অসুস্থ থাকার পর তাদের মৃত্যু হয়েছে। এমনকী হাসপাতালে নিয়ে গিয়েও কোনও লাভ পাওয়া যায়নি। এই অবস্থায় বিশেষজ্ঞদের একটি টিম রাজৌরি জেলায় পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি বায়োসেফটি লেভেল-৩ মোবাইল ল্যাবরেটরি পাঠানো হয়েছে সেখানে। স্থানীয় প্রশাসন এবং চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করবে কেন্দ্রীয় দল।
সবথেকে চিন্তার বিষয়, ৮ জন মৃতর মধ্যে ৭ জনের বয়সই ১৪ বছর বা তার কম। ঠিক কী রোগ হয়েছিল তাদের সেটা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। রোগীদের বাঁচাতে গেলে আগে রোগ সম্পর্কে জানতে হবে। তার জন্যই যুদ্ধকালীন তৎপরতায় বিশেষজ্ঞ দল পাঠিয়ে কাজ শুরু করতে চাইছে কেন্দ্র। নতুন কোনও ভাইরাসের প্রকোপে এমন ঘটনা ঘটছে, নাকি এর পিছনে জঙ্গিদের কোনও হাত রয়েছে, এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূত্র মারফৎ জানা গেছে, যে বিশেষজ্ঞ দল জম্মু-কাশ্মীরে যাচ্ছে তারা প্রথমত স্থানীয়দের সঙ্গে কথা বলবে। রোগের উৎস কী বা কে, তা জানার চেষ্টা হবে এবং সেই মতো কাজ শুরু হবে। 'পেশেন্ট জিরো'কে খুঁজে বের করা গেলেও রোগ সম্পর্কে ধারণা মিলবে বলেই অনুমান করা হচ্ছে। তবে তার আগে বিষয়টি নিয়ে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।