শেষ আপডেট: 9th January 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের বুলন্দশহরের এক মহিলা তাঁর স্বামীর বন্ধুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন। শুধু তাই নয়, বছর ৩৫-এর ওই মহিলার বক্তব্য, তাঁর স্বামীই এই সবের মূল পান্ডা। অভিযোগ, গত ৩ বছর ধরে তিনি তাঁর বন্ধুদের নিজেরই স্ত্রীকে টাকার বিনিময় ধর্ষণ করতে দেন। সেই ধর্ষণের ভিডিও রেকর্ডিং করে তাঁর স্বামীকে পাঠান বন্ধুরা।
অভিযোকারীর স্বামী কর্মসূত্রে সৌদি আরবে থাকেন। সেখানে বসেই ভিডিওতে স্ত্রীর ওপর বন্ধুদের অত্যাচারের ঘটনা দেখতেন তিনি। শেষে আর থাকতে না পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
অভিযোকারী বর্তমানে একমাসের গর্ভবতী। জানা গিয়েছে, ২০১০ সালে বিয়ে করেছিলেন তিনি। তাঁর স্বামী ও চার সন্তান নিয়ে পরিবার। তাঁর স্বামী সৌদি আরবে গাড়ির মেকানিকের কাজ করেন। বছরে দু'বার বাড়ি আসেন।
বছর তিনেক আগে একবার নিজের বন্ধুদের নিয়ে বাড়িতে আসেন তাঁর স্বামী। সেই সময় স্ত্রীকে ধর্ষণ করতে 'অনুমতি' দেন বন্ধুদের। যে দু'জন বন্ধু এসেছিলেন তাঁরা বুলন্দশহরের বাসিন্দা। একই এলাকার।
সেই থেকেই নির্যাতিতার ওপর অকথ্য অত্যাচারের শুরু। স্বামী বিদেশে থাকাকালীনও দু'জন বাড়ি এসে মহিলাকে ধর্ষণ করত। গোটা দৃশ্যের ভিডিও রেকর্ড করে স্বামীকে পাঠিয়ে দিত তারা।
অভিযোগকারীর কথায়, 'আমি যখন স্বামীর কাছে অভিযোগ জানাই, তখন সে আমাকে চুপ থাকতে বলে। এও জানায়, যে আমাকে ধর্ষণের বদলে বন্ধুরা তাকে টাকা দেয়। তিন বছর ধরে কেবল সন্তানদের কথা ভেবে চুপ করে ছিলেন নির্যাতিতা। সব কথা পুলিশে জানানোর কথা বললেই তাঁর স্বামী বিবাহবিচ্ছেদের ভয় দেখাতেন।
বুলন্দশহরের এসএসপি শ্লোক কুমার জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, নির্যাতিতার ভাইয়ের অভিযোগ, গ্রেফতারি এড়াতে তাঁর বোনের স্বামী এবং বাকি অভিযুক্তরা দেশ ছাড়ার পরিকল্পনা করছে।