নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প
শেষ আপডেট: 28th January 2025 08:11
দ্য ওয়াল ব্যুরো: মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার কুর্সিতে বসার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবার ফোনে কথা বললেন ডোনাল্ড ট্রাম্প। তাঁদের দু'জনের এই ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মনে করা হচ্ছে এতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং ভারত-মার্কিন সহযোগিতার পথ আরও সুদৃঢ় হবে।
সোমবার হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে মোদীর আমেরিকা সফরের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। গত ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্প। শপথ নেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।
সোমবার দু'জনের মধ্যে প্রথমবার ফোনে কথা হয়। শপথ নেওয়ার পর বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। আর সোমবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন ট্রাম্প।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমার প্রিয় বন্ধুর সঙ্গে কথা বলে আনন্দিত। তাঁর ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানাই। পারস্পরিক উন্নয়ন এবং বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণে এবং বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একযোগে কাজ করব আমরা।"
Delighted to speak with my dear friend President @realDonaldTrump @POTUS. Congratulated him on his historic second term. We are committed to a mutually beneficial and trusted partnership. We will work together for the welfare of our people and towards global peace, prosperity,…
— Narendra Modi (@narendramodi) January 27, 2025
ট্রাম্প ও মোদীর ফোনালাপ সম্পর্কে হোয়াইট হাউসের তরফে বিবৃতিতে বলা হয়েছে, "মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালাপ ফলপ্রসূ হয়েছে। দুই রাষ্ট্রনেতা পারস্পরিক সহযোগিতা গভীর ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় তৈরি নিরাপত্তা সরঞ্জাম ক্রয় বৃদ্ধির জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার জন্যও গুরুত্ব দিয়েছেন।"
শুধু তাই নয়, ট্রাম্প-মোদীর মধ্যে নাকি ইন্দো-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের নিরাপত্তা-সহ বিভিন্ন আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে। সম্ভবত ফেব্রুয়ারিতেই মার্কিন সফরে যেতে পারেন মোদী।