শেষ আপডেট: 3rd January 2025 10:52
দ্য ওয়াল ব্যুরো: মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বছর ৬২-র মহিলা। সেখানেই ঝামেলায় জড়িয়ে চরম পরিণতি হল তাঁর। থেঁতলে, কুপিয়ে খুন করা হল তাঁকে। মুম্বইয়ের কুরলার কুরেশি নগর এলাকার ঘটনা।
সাবিরা বানো আজগার শেখ। ছেলের সঙ্গে থাকতেন মুম্বইয়ে। এক ঘণ্টা দূরেই ছোট মেয়ের বাড়ি। বৃহস্পতিবার বিকেলে ছোট মেয়ের সঙ্গে দেখা করতে কুরেশি নগরে যান তিনি। মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার যে এমন পরিণতি হবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি পরিবারের কেউ। কুরেশি নগরের বাড়িতে পৌঁছতেই মেয়ে রেশমা মুজফ্ফর কাজির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়।
রেশমার অভিযোগ, মা দিদিকে বেশি ভালবাসেন। দিদির প্রতি বেশি আস্থা রয়েছে তাঁর। পক্ষপাতিত্বও করেন। ঝামেলা চলাকালীন রাগে রান্নাঘর থেকে ছুরি এনে মাকে কোপান রেশমা। মায়ের মৃত্যু হলে সোজা চুনাভাত্তি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেন।
পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ও রেশমাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিবারের লোকজন ও আত্মীয়দের সঙ্গে কথা বলছে পুলিশ। রেশমার মানসিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তাঁরা।