শেষ আপডেট: 2nd March 2024 14:11
দ্য ওয়াল ব্যুরো: গোয়েন্দাদের নজর এড়িয়ে গা ঢাকা দিয়েছিলেন পাকিস্তানে। সেখানেই মৃত্যু হল মুম্বই হামলার মাস্টারমাইন্ড আজম চিমার। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (এলটিই) সদস্য ছিলেন তিনি।
পাকিস্তানের ফয়সলাবাদেই মৃত্যু হয়েছে আজমের। তাঁর বয়স হয়েছিল ৭০। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে । সূত্রের খবর, ফইসলাবাদের মালখানওয়ালায় গোপনে নাকি তাঁর শেষকৃত্যও সম্পন্ন করা হয়েছে।
২০০৮ সালে মুম্বই হামলার ছক কষেছিলেন আজম। শুধু তাই নয়, ২০০৬ সালে মুম্বইয়ের ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনার অন্যতম মূলচক্রীও ছিলেন তিনি। যেখানে ১৮৮ জনের মৃত্যু হয়েছিল। ৮০০-রও বেশি মানুষ আহত হয়েছিলেন। জানা যায়, ২০০৮ সালে হামলায় যুক্ত জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছিলেন চিমা।
২০০৮ সালে আমেরিকাতে জঙ্গি হামলার মূল চক্রীও ছিলেন আজম। সেই হামলার ঘটনায় আজমের নাম জড়াতেই তাঁর খোঁজ শুরু করে আমেরিকা। তাঁকে ‘ওয়ান্টেড’ বলে ঘোষণা করে মার্কিন সরকার। যদিও এতদিন তাঁর নাগাল পাওয়া যায়নি।
সূত্রের খবর, করাচি, লাহোর সহ পাকিস্তানের বিভিন্ন জায়গার জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন আজম। সেখানে তিনি নিয়মিত প্রশিক্ষও দিতেন। পৃথিবীর বিভিন্ন দেশের মানচিত্র সম্পর্কে তাঁর স্পষ্ট ধারণা ছিল। তাই বিভিন্ন হামলার ঘটনায় ছক কষতে তিনি প্রধান ভূমিকা নিতেন।