শেষ আপডেট: 2nd November 2024 11:15
দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের প্রত্যর্পণের জন্য পা বাড়াল মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের এনসিপি নেতা, অভিনেতা সলমন খান ঘনিষ্ঠ বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডে সন্দেহভাজন অভিযুক্ত আনমোল আমেরিকায় ঘাপটি মেরে আছে। আনমোলও দাদার দলের এক গ্যাংস্টার। গত ১৪ এপ্রিল সলমনের বান্দ্রার বাড়িতে গুলি চালানোর ঘটনাতেও সে অভিযুক্ত।
গুজরাতের সাবরমতী জেলে বন্দি লরেন্সের ভাই আনমোলের বিরুদ্ধে ১৮টি ফৌজদারি মামলা ঝুলছে। মার্কিন প্রশাসন তার বিষয়ে মুম্বই পুলিশকে সতর্ক করে দেওয়ার পরেই তাকে প্রত্যর্পণের ব্যাপারে তৎপরতা শুরু হয়ে গিয়েছে।
মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইম অ্যাক্টের মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ আদালত আনমোলের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, তারা আদালতের নথিপত্র হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে। সেগুলি পেলেই কেন্দ্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে আনুষ্ঠানিক আর্জি পাঠানো হবে। আনমোলের গ্রেফতারিতে একটি রেড কর্নার নোটিস জারি করা হয়েছে।
আগে ধারণা করা হয়েছিল, ২৫ বছর বয়সি গ্যাংস্টার কানাডায় ঘাপটি মেরেছে। কিন্তু আমেরিকা জানিয়েছে, আনমোল তাদের দেশে লুকিয়ে আছে। এ ব্যাপারে মুম্বই পুলিশের নজর আকর্ষণ করে মার্কিন প্রশাসন। তার পরেই আমেরিকার হাত থেকে প্রত্যর্পণের তৎপরতা শুরু হয়।
গত মাসে মুম্বই পুলিশ বিশেষ আদালতে লরেন্সের ভাইকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অনুমতি চায়। লরেন্সের হয়ে এদেশের মাটিতে বেশ কয়েকটি অপরাধের ঘটনায় মূল অভিযুক্ত আনমোল লভিন্দর সিং বিষ্ণোই ওরফে ভানু ওরফে ভাইজি। জাতীয় নিরাপত্তা এজেন্সির সন্ত্রাস দমন বিভাগ আনমোলকে ধরিয়ে দিতে পারলে ১০ লক্ষ টাকা ইনাম ঘোষণা করেছে গত মাসেই।