শেষ আপডেট: 28th September 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো: আবার কি ফিরে আসবে ২৬/১১-র স্মৃতি? বুক কাঁপছে মুম্বইবাসীর। কারণ ফের শহরে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। পুলিশের কাছে এই সংক্রান্ত কিছু খবর এসেছে। তারপর থেকেই বাণিজ্য নগরীর বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
মুম্বই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে তাঁরা খবর পেয়েছেন মুম্বইয়ের একাধিক জায়গায় হামলার পরিকল্পনা করেছে জঙ্গিরা। বিশেষ করে ধর্মীয় স্থানগুলিকে নিশানা করতে পারে তারা। তাই ইতিমধ্যে মুম্বইয়ে একাধিক মন্দির, মসজিদে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি কর্তৃপক্ষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে, পুলিশকর্মীরা ইতিমধ্যেই শহরের নানা জায়গায় মক-ড্রিল করা শুরু করেছে। বিশেষ করে এমন জায়গায় মক-ড্রিল করা হচ্ছে যেখানে ভিড় বেশি হয়।
কোনও রকম সন্দেহজনক কিছু দেখলে বা কাউকে সন্দেহভাজন মনে হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আর্জি জানানো হয়েছে সাধারণ মানুষকে। প্রায় সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, এমন কোনও অভিযোগ পেয়ে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এখন উৎসব মরশুম চলছে। এই সময়ে ভিড় বাড়বে রাস্তাঘাটে। তাই স্বাভাবিকভাবেই আমজনতার মধ্যে আতঙ্ক বেড়েছে এই খবর শোনার পর।
কিছুদিন আগেই ধুমধাম করে গণেশ পুজো পালিত হয়েছে মুম্বই তথা মহারাষ্ট্রে। কয়েকদিন পর দুর্গাপুজো, দীপাবলী উৎসবে মাতবে সকলে। তার প্রস্তুতিপর্বের কাজ এখন তুঙ্গে। পুলিশি নিরাপত্তা তো উৎসবের সময়ে এমনই বাড়ানো হয়। তবে এই জঙ্গি হামলার খবর ছড়িয়ে পড়তে আরও সতর্কতা অবলম্বন করছে পুলিশ-প্রশাসন।