শেষ আপডেট: 7th March 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের (Mumbai) হোটেলের একটি রুম থেকে উদ্ধার হল ৪১ বছর বয়সি ব্যক্তির মৃতদেহ। পুলিশের প্রাথমিক অনুমান তিনি আত্মঘাতী হয়েছেন। ঘটনাস্থলেই উদ্ধার হয়ছে একটি সুইসাইড নোট (Suicide Note)। যা তিনি আপলোড করেন নিজেরই অফিসের ওয়েবসাইটে।
মৃতের নাম নিশান্ত ত্রিপাঠী (Nishant Tripathi)। এই চরম পদক্ষেপের জন্য তিনি তাঁর স্ত্রী এবং মাসিকে দায়ী করেছেন। তবে অভিযোগের পাশাপাশি, চিঠিতে স্ত্রীর প্রতি তাঁর নিঃস্বার্থ ভালবাসার কথাও উল্লেখ করেন। সুইসাইড নোটটি একটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ছিল।
ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই নিশান্তের স্ত্রী অপূর্বা পারিখ, মাসি প্রার্থনা মিশ্রের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, তিন দিন আগে মুম্বইয়ের ওই হোটেলে চেক ইন করেছিলেন নিশান্ত। রুমে ঢোকার পরই দরজায় 'ডু নট ডিস্টার্ব' ট্যাগ ঝুলিয়ে দেন তিনি। এর পরই বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন বলে মনে করছে পুলিশ।
অনেকক্ষণ ধরে নিশান্তকে ডেকে কোনও সাড়া না পেয়ে ঘরের মাস্টার কি দিয়ে হোটেলের ঘরে ঢোকেন কর্মীরা। তখনই বাথরুম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
নিশান্ত ওই সুইসাইড নোটে লেখেন, "হাই বেব, তুমি যখন এই চিঠি পড়বে, আমি তখন আর নেই। আমার জীবনের শেষ মুহূর্তে তোমায় সমস্ত কিছুর জন্য দায়ী করে ঘৃণা করতে পারতাম। কিন্তু আমি সেটা করছি না। আমি ভালবাসাকেই বেছে নিলাম। তোমায় তখনও ভালবেসেছি, আজও বাসি। যা কখনও মুছে ফেলা যাবে না।"
নিশান্ত আরও লেখেন, "আমার মা জানেন, আমার সঙ্গে যা যা হয়েছে এবং আমি যে পদক্ষেপ নিতে চলেছি, তার জন্য তুমি এবং প্রার্থনা মাসিই দায়ী। আমার মায়ের সঙ্গে যোগাযোগ কোরো না। উনি ভেঙে পড়বেন। ওঁকে নিজের শোক পালন করতে দিও।"