শেষ আপডেট: 17th March 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসের ৩ তারিখেই বেঙ্গালুরুর (Bengaluru) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কোটি টাকার সোনা-সহ গ্রেফতার হয়েছেন জনপ্রিয় কন্নড় অভিনেত্রী রানিয়া রাও (Ranya Rao)। জেরায় অভিনেত্রী তদন্তকারীদের জানিয়েছেন, ১৭টি সোনার বার তাঁর কাছে ছিল। কিন্তু তিনি নির্দোষ, তাঁকে ফাঁসানো হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবাই মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে (Mumbai International Airport) বাজেয়াপ্ত হল ১০ কেজিরও বেশি সোনা। যার বাজারদর ৮.৪৭ কোটি টাকা। ঘটনায় তিন বেসরকারি বিমানবন্দর কর্মী সহ মোট পাঁচজন গ্রেফতার হয়েছে।
সোমবার মুম্বই বিমানবন্দরের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, মোট চারটি অভিযানে ১০ কেজিরও বেশি সোনা (Gold) বাজেয়াপ্ত (Seized) করেছে কাস্টমস (Customs)। ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে মোট চারটি অভিযানে হাতে এসেছে কোটি কোটি টাকার গয়না। অভিযুক্তরা পোশাক এবং অন্তর্বাসের মধ্যে লুকিয়ে পাচারের চেষ্টা নজরে আসতেই তা বানচাল করে দেওয়া হয়।
কাস্টমসের এক কর্তা জানান, ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের একজন বেসরকারি কর্মীর সন্দেহজনক আচরণ দেখে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালাতেই প্যান্টের পকেটে লুকানো ছয়টি ডিম্বাকৃতির ক্যাপসুল পাওয়া যায়, যার মধ্যে মোমের আকারে ২.৮ কেজি সোনার ধুলো (২৪ ক্যারেট সোনা) লুকিয়ে রাখা ছিল, যার বাজারমূল্য ২.২৭ কোটি টাকা। পরে ওই কর্মীকে গ্রেফতার করে জেরা শুরু করতেই বেরিয়ে আসে তথ্য।
এরপর তল্লাশি চালিয়ে দ্বিতীয়বার আরেক বেসরকারি কর্মীকে এক্সিট গেট থেকে পাকড়াও করা হয়। তার কাছেও ২.৯ কেজি খাঁটি সোনা উদ্ধার হয়, যার মূল্য ২.৩৬ কোটি টাকা । তৃতীয় অভিযানে, বিমানবন্দরের আরেকজন বেসরকারি কর্মীকে গ্রেফতার করা হয় এবং তার অন্তর্বাসের মধ্যে মোমের আকারে ১.৬ কেজি ২৪ ক্যারেট সোনার ধুলো ভর্তি দু'টি থলি উদ্ধার করা হয়, যার মূল্য ১.৩১ কোটি টাকা। ঘটনায় আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
আরেকটি ঘটনায় একটি আন্তর্জাতিক বিমানের বাথরুম এবং প্যান্ট্রি থেকে আবর্জনা ভর্তি আবর্জনার ব্যাগ তল্লাশির সময় কাস্টমস আধিকারিকরা দু'টি কালো রঙের থলি খুঁজে পেয়েছেন বলে খবর। যার মধ্যে ৩.১% খাঁটি সোনার ধুলো ছিল, যার মূল্য ২.৫৩ কোটি টাকা।