শেষ আপডেট: 5th November 2024 10:46
দ্য ওয়াল ব্যুরো: 'দাবাং' সলমন খানকে ফের খুনের হুমকি। গুজরাতের সাবরমতী জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দল এই হুমকি দিয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। পুলিশের কাছেই একটি হুমকিবার্তা এসেছে। সলমনকে বিষ্ণোই গ্যাং দুটি রাস্তা খোলা আছে বলে জানিয়েছে। একটি হল ক্ষমা চাওয়া। হুমকিতে কোনও এক বিষ্ণোই সম্প্রদায়ের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। নতুবা ৫ কোটি টাকা দিয়ে বেঁচে থাকার বন্দোবস্ত করা। প্রসঙ্গত, গত এক সপ্তাহের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার প্রাণনাশের হুমকির মুখোমুখি হলেন বলিউড অভিনেতা।
মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুম প্রথম হুমকিবার্তাটি পায়। গতকাল রাতে পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপের কাছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম করে বার্তাটি পাঠানো হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে। সেখানে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। যদি সলমন বাঁচতে চান, তাহলে যেন তিনি আমাদের বিষ্ণোই মন্দির গিয়ে ক্ষমা চেয়ে আসেন। নইলে যেন ৫ কোটি দিয়ে দেন। সলমন যদি টাকা না দেন এবং ক্ষমা না চান, তাহলে তাহলে আমরা তাঁকে খতম করে দেব। আমাদের দল এখনও সক্রিয় আছে।
পুলিশ এই নতুন পাওয়া হুমকিবার্তা নিয়ে তদন্ত করে দেখছে। গত ৩০ অক্টোবর মুম্বই ট্রাফিক পুলিশ একইভাবে সলমনকে খুনের হুমকিবার্তা পেয়েছিল। সেবার ২ কোটি টাকা চেয়ে হুমকি দিয়েছিল বিষ্ণোই গ্যাং। যদিও সলমন এখন মুম্বইতে নেই। তিনি হায়দরাবাদে তাঁর পরবর্তী ছবি সিকান্দর-এর শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন। একটি ভিডিওতে দেখা গিয়েছে, রশ্মিকা মানদানার সঙ্গে ফলকনুমা প্রাসাদে তিনি শ্যুটিংয়ের কাজে রয়েছেন।