শেষ আপডেট: 14th November 2024 11:02
দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বিমান উড়িয়ে দেওয়ার হুমকি আসছিল। এবার বিমানবন্দরে বিস্ফোরণ ঘটানোর হুমকি এল। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে এমন হুমকি দিয়ে কর্তৃপক্ষকে ফোন করে। তারপরই শোরগোল শুরু হয় স্বাভাবিকভাবে। একটি নির্দিষ্ট বিমানের মধ্যে বোমা রাখা আছে বলে দাবি করা হয়েছিল।
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইএসএফ কন্ট্রোল রুমে একটি ফোন আসে বুধবার রাতে। বলা হয়, বিমানবন্দর উড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সেই কলার দাবি করে, আজারবাইজান যাওয়ার বিমানে মহম্মদ নামের এক ব্যক্তি ব্যাগে বোমা রয়েছে। বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছে সে।
এই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দর চত্বরে সকল নিরাপত্তারক্ষীকে সতর্ক করে দেওয়া হয়। বিমানের বাকি যাত্রীদের থেকে শুরু করে বিমানবন্দরে থাকা যাত্রীদের লাগেজ পরীক্ষা করা হয়। পাশাপাশি সমস্ত সিসিটিভি খতিয়ে দেখা শুরু হয়। বিমানবন্দরের বাইরেও নিরাপত্তারক্ষী বাড়ানো হয়। যদিও এই নামের কোনও ব্যক্তির খোঁজ বা কোনও বোমার হদিশ মেলেনি। অনুমান করা হচ্ছে, শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এই ফোন করা হয়েছিল।
বিগত কয়েক সপ্তাহ ধরে রোজই প্রায় বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার ফোন পাচ্ছে বিভিন্ন সংস্থা। দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। বোমাতঙ্কে ফ্লাইট ডিলে করছে সংস্থাগুলিও। এই নিয়ে রীতিমতো চিন্তিত অসামরিক পরিবহণ মন্ত্রক। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে বিমান সংস্থাগুলির সিইওদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন অসামরিক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা। সেই বৈঠক থেকেই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়েছে, যখন যাত্রীদের সুরক্ষা প্রশ্নের মুখে তখন কোনও ভাবেই এগুলোকে হালকা ভাবে নেওয়া যায় না। এই ধরনের হুমকির ক্ষেত্রে যাদের চিহ্নিত করা হবে, তাদের নাম 'নো ফ্লাই লিস্ট'-এ পাঠিয়ে দেওয়া হবে।