Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Ambanis meet Donald Trump

ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আম্বানি দম্পতি, নৈশভোজের পর তুললেন ছবিও

দেশে-বিদেশের তাবড় রাষ্ট্রনেতা থেকে শুরু করে ধনকুবেররা এই অনুষ্ঠানে হাজির হবেন ৷

ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটনে আম্বানি দম্পতি, নৈশভোজের পর তুললেন ছবিও

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাসিমুখে আম্বানি দম্পতি

শেষ আপডেট: 19 January 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেছে কাউন্টডাউন। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের ক্যাপিটাল ভবনের ভিতরে বসবে শপথগ্রহণ অনুষ্ঠানের আসর।

দেশে-বিদেশের তাবড় রাষ্ট্রনেতা থেকে শুরু করে ধনকুবেররা এই অনুষ্ঠানে হাজির হবেন ৷ তার আগে শনিবার সন্ধ্যায় হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছে গিয়েছেন ৷ এরপরই একটি ডিনারের আয়োজন হয়। উপস্থিত ছিলেন নির্বাচিত উপ-রাষ্ট্রপতি জেডি ভান্স এবং হবু দ্বিতীয় ফার্স্ট লেডি ঊষা ভান্স

ভারতের তরফে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন শিল্পপতি মুকেশ অম্বানি এবং তাঁর স্ত্রী নীতা শুধু তাই নয়, ইতিমধ্যে ট্রাম্পের সঙ্গে ডিনারও সেরে ফেলেছেন তাঁরা ৷ শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে বাছাই করা একশো জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ভারতীয় হিসাবে উপস্থিত ছিলেন আম্বানি দম্পতি।

জানা গেছে, ট্রাম্প পরিবারের তরফে ব্যক্তিগত অতিথি হিসাবে সোমবার শপথ গ্রহণের অনুষ্ঠানেও হাজির থাকবেন অনিল-নীতা। তবে বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে রিয়্যালেন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ট্রাম্প পরিবারের সঙ্গে মুকেশের পরিবারের সম্পর্ক কারও অজানা নয়। ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প একটি সম্মেলনে অংশ নিতে হায়দরাবাদে আসেন সে সময় ওই সম্মেলনে উপস্থিত ছিলেন ধনকুবের ম্বানি ইভাঙ্কা ট্রাম্প সেই সময় প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ছিলেন। এছাড়া ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শেষবার ভারত সফরে এসেছিলেন ট্রাম্প তখনও তাঁর সঙ্গে সময় কাটাতে দেখা যায় দেখা যায় মুকেশ অম্বানিকে।

জানা যাচ্ছে, সোমবার ট্রাম্পের শপথগ্রহণের পরে একটি নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে টিকিটের সর্বোচ্চ দাম ১০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় দাম ৮ কোটি ৬৫ লক্ষ টাকা। নৈশভোজের যে আয়োজন করা হয়েছে, তার মূল উদ্দেশ্য অর্থ সংগ্রহ। এর মাধ্যমে যে পরিমাণ টাকা হাতে আসবে হবে, তা নির্দিষ্ট একটি তহবিলে জমা হবে। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ন্যূনতম দুটি টিকিট কিনতে হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে অনেকে টিকিট কেটেও ফেলেছেন।

ট্রাম্পের পাশাপাশি সোমবার আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নেবেন জেডি ভান্স। তাঁদের দু’জনের সঙ্গেই নৈশভোজ করা যাবে। ওই নৈশভোজে থাকার জন্য পাঁচ ধরনের টিকিটের বন্দোবস্ত রয়েছে। সর্বোচ্চ ৮.৬৫ কোটি টাকার দুটি টিকিট রয়েছে। এ ছাড়াও রাখা হয়েছে, ৪.৩২ কোটি, ২.১৬ কোটি, ৮৬.৫৭ লক্ষ এবং ৪৩.২৮ লক্ষ টাকার টিকিট।


ভিডিও স্টোরি