মুকেশ আম্বানি
শেষ আপডেট: 10 December 2024 08:34
দ্য ওয়াল ব্যুরো: মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) প্রায় ২৫,৫০০ কোটি টাকা ($৩ বিলিয়ন) ঋণের জন্য দৌত্যে নেমেছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ঋণটি হতে পারে গত এক বছরের মধ্যে ভারতের কোনও সংস্থার নেওয়া সবচেয়ে বড় অফশোর ঋণ। এ ব্যাপারে রিলায়েন্স প্রায় ছয়টি ব্যাঙ্কের সঙ্গে আলোচনায় রয়েছে এবং পরিকল্পনা রয়েছে যে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে এই ঋণটি ‘বৃহত্তর বাজারে’ ছড়িয়ে দেওয়া হবে।
ব্লুমবার্গ জানিয়েছে, রিলায়েন্স এই ঋণের মাধ্যমে তাদের বকেয়া মেটাতে চায়। তবে ঋণের শর্তাবলী এখনও চূড়ান্ত হয়নি। প্রতিবেদনে জানানো হয়েছে, রিলায়েন্সের আগামী বছরে ২.৯ বিলিয়ন ডলারের ঋণ মেটানোর দায়বদ্ধতা রয়েছে। এই ঋণ দেওয়ার জন্য ৫৫টি ব্যাঙ্ক ইতিমধ্যেই অংশগ্রহণ করেছে, কারণ প্রথম সারির সংস্থার সঙ্গে কাজ করার জন্য ব্যাঙ্কগুলি আগ্রহী।
এই নতুন ঋণ নেওয়ার পরিকল্পনার খবর এমন এক সময়ে এসেছে, যখন ভারতীয় মুদ্রা মার্কিন ডলারের তুলনায় রেকর্ড নিম্নে পৌঁছেছে। নভেম্বর মাসে স্থানীয় ইকুইটি বাজার থেকে ক্রমাগত মূলধনের বহিঃপ্রবাহ ঘটায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, রিলায়েন্স ভারতের সার্বভৌম রেটিংয়ের চেয়ে এক ধাপ উঁচু রেটিং পেয়েছে, যা একটি বিরল ঘটনা। সম্প্রতি, মুডিজ রিলায়েন্সের রেটিং ‘Baa2’ পর্যায়ে পুনরায় নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে সংস্থার আর্থিক পরিস্থিতি যথেষ্ট শক্তিশালী অবস্থানে রয়েছে। উচ্চ মূলধন ব্যয়ের পরেও এই স্থিতি বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।
যদি এই ঋণ নেওয়া হয়, তাহলে এটি হবে রিলায়েন্সের অফশোর বাজারে প্রত্যাবর্তন। এর আগে, সংস্থাটি গত বছর ৮ বিলিয়ন ডলার (প্রায় ৭০০ কোটি টাকা) ঋণ নিয়েছিল, যা তখন পর্যন্ত কোনও ভারতীয় সংস্থার জন্য ছিল রেকর্ড।