শুক্রবার ICT-তে অনুষ্ঠিত হয় অধ্যাপক শর্মার জীবনী ডিভাইন সায়েন্টিস্ট (Divine Scientist)-এর প্রকাশ অনুষ্ঠান। সেই উপলক্ষে প্রায় তিন ঘণ্টা সময় কাটান মুকেশ আম্বানি। অনুষ্ঠানে আবেগঘন বক্তৃতা দিতে গিয়ে তিনি স্মরণ করেন, কীভাবে ১৯৭০-এর দশকে UDCT (বর্তমানে ICT)-তে অধ্যাপক শর্মার প্রথম লেকচার তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
মুকেশ আম্বানি
শেষ আপডেট: 7 June 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: নিজের প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান মুম্বইয়ের ইন্সটিটিউট অফ কেমিক্যাল টেকনোলজিকে (ICT) ১৫১ কোটি টাকা অনুদান দিলেন রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। কোনও শর্ত ছাড়াই এই অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
শুক্রবার ICT-তে অনুষ্ঠিত হয় অধ্যাপক শর্মার জীবনী ডিভাইন সায়েন্টিস্ট (Divine Scientist)-এর প্রকাশ অনুষ্ঠান। সেই উপলক্ষে প্রায় তিন ঘণ্টা সময় কাটান মুকেশ আম্বানি। অনুষ্ঠানে আবেগঘন বক্তৃতা দিতে গিয়ে তিনি স্মরণ করেন, কীভাবে ১৯৭০-এর দশকে UDCT (বর্তমানে ICT)-তে অধ্যাপক শর্মার প্রথম লেকচার তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
আম্বানি বলেন, “আমার বাবা ধীরুভাই আম্বানির মতো অধ্যাপক শর্মারও তীব্র আকাঙ্ক্ষা ছিল ভারতের শিল্প জগতকে বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠিত করার। এই দুই মহান দৃষ্টিভঙ্গির মানুষ বিশ্বাস করতেন, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে বেসরকারি উদ্যোগের মেলবন্ধনই ভারতের সমৃদ্ধির দরজা খুলে দিতে পারে।”
শিল্প ক্ষেত্রে শৃঙ্খল ভাঙার প্রয়াসে অধ্যাপক শর্মার অবদানের কথা উল্লেখ করে মুকেশ বলেন, “তিনি নীতিনির্ধারকদের বোঝাতে সক্ষম হয়েছিলেন, ভারতকে এগোতে হলে শিল্প জগতকে লাইসেন্স রাজের ফাঁড়া থেকে মুক্ত করতে হবে। তবেই দেশীয় শিল্প বড় হবে, আমদানির উপর নির্ভরতা কমবে এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।”
অনুষ্ঠানে মুকেশ আম্বানি অধ্যাপক শর্মাকে ‘রাষ্ট্রগুরু’ আখ্যা দেন। তিনি বলেন, “শর্মা স্যার আমাকে বলেছিলেন, ICT-র জন্য বড় কিছু করতে হবে। আমি চিন্তাও করিনি, শুধু শুনেছি। আর আজ আমি গর্বের সঙ্গে জানাচ্ছি ICT-র জন্য ১৫১ কোটি টাকার অনুদান দিচ্ছি।”
এই অনুদান ICT-র পরিকাঠামো, গবেষণা ও ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত বড় সহায়ক হবে বলে মনে করছেন শিক্ষাজগৎ। আইসিটিতে পড়াশোনা করে আজ দেশের অন্যতম সফল শিল্পপতি হয়ে ওঠা মুকেশ আম্বানির এই উদ্যোগ ‘প্রাক্তন ছাত্রের সেরা উদাহরণ’ হিসেবে প্রশংসা কুড়িয়েছে শিক্ষামহলে।