Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
তিন বছরের চুক্তিতে রাজস্থান থেকে ইস্টবেঙ্গলে এলেন মার্তান্ড রায়না'তোমার নাকটা বাঁকা, আগে ঠিক করে এসো', 'আন্দাজ' ছবির আগে প্রিয়াঙ্কাকে বলেছিলেন সুনীল দর্শনবাংলা প্রশ্ন-বিতর্কে একটা ‘সেনটেন্সে’র অস্পষ্টতা কাটাতে অনেক ‘বাক্য’ খরচ করলেন প্রসেনজিৎসন্দেহের জেরে প্রেমিকার গলা কেটে খুন যুবকের! মুখে টেপ বাঁধা, গলা কাটা অবস্থায় উদ্ধার শিশুজীর্ণ দশা ও টোল ট্যাক্স ফাঁকি, সেতু ভাঙার হুঁশিয়ারি কানে তোলেনি গুজরাত সরকার, মৃত বেড়ে ১৩রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরেডার্বি আসন্ন, মোহনবাগানের অনুশীলনে নামছেন কিয়ান, সুহেল, গ্লেনরাআমেরিকায় মিলল ২০ কোটি বছরের উড়ন্ত সরীসৃপের হাড়, ডায়নোসরেরও আগে অস্তিত্ব ছিল 'ভোরের দেবী'র'ব্লাউজের ভিতর হাত ঢুকিয়ে...' মালয়েশিয়ায় ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ নায়িকারবেদ, উপনিষদ আর প্রকৃতি! রাজনীতি থেকে ছুটি নিলে এভাবেই কাটিয়ে দেব
Donald Trump's Inauguration

ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজ ও শপথে থাকবেন আম্বানি কর্তাগিন্নিও, কত চাঁদা দিলেন?

শনিবারই ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে একটি স্বাগত অনুষ্ঠান ও আতসবাজি পোড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে।

ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়ার নৈশভোজ ও শপথে থাকবেন আম্বানি কর্তাগিন্নিও, কত চাঁদা দিলেন?

আগামী ২০ জানুয়ারি ৪৭-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। গ্রাফিক্স- শুভ্র শর্ভিন

শেষ আপডেট: 18 January 2025 06:04

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম ধনকুবের, এশিয়ার ধনীতম ব্যবসায়ী রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও তাঁর স্ত্রী নীতা আম্বানি শনিবারই ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছে যাচ্ছেন। আগামী ২০ জানুয়ারি ৪৭-তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন ট্রাম্প। সেই মহাসমারোহের শুরু হচ্ছে এদিন থেকেই। সূত্রে জানা গিয়েছে, ১৮ জানুয়ারি মুকেশ ও নীতা আমেরিকার রাজধানী ওয়াশিংটনে নামবেন। এবং তাঁদের আসন সংরক্ষিত থাকছে গণ্যমান্য অতিথিদের মঞ্চে। সেখানে ট্রাম্প ক্যাবিনেটের সদস্যরা এবং নির্বাচিত রিপাবলিকান জনপ্রতিনিধিরা বসবেন, সেখানেই আসন থাকছে মুকেশ ও নীতার।

শনিবারই ভার্জিনিয়ার ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাবে একটি স্বাগত অনুষ্ঠান ও আতসবাজি পোড়ানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। তারপরেই হবে ক্যাবিনেট অভ্যর্থনা ও প্রথামতো ভাইস প্রেসিডেন্টের আহ্বানে নৈশভোজ। দুটি অনুষ্ঠানেই হাজির থাকবেন আম্বানি দম্পতি। শপথের আগের দিন রাতে নীতা-মুকেশ ক্যান্ডেল লাইট ডিনারে অংশ নেবেন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে। সেখানে একান্তে কথা হবে ভাইস প্রেসিডেন্ট জেডি এবং উষা ভ্যান্সের সঙ্গেও।

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির থাকতে মুকেশ আম্বানি কি চাঁদা দিয়ে তহবিল গঠনে সাহায্য করেছিলেন নির্বাচনে? এই প্রশ্নও আপাতত ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। রিয়েল এস্টেট ব্যবসায়ী কোটি কোটিপতি ট্রাম্পের শপথ অনুষ্ঠান কমিটি বিপুল পরিমাণের অর্থ সংগ্রহ করেছিল এই উদ্দেশ্যে। কারণ, এই বিপুল পরিমাণ চাঁদা দিলেই প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী ভাবী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে কিছুটা একান্তে সময় যাপন করা যাবে। এমনকী বেসরকারি নৈশভোজেও উপস্থিত থাকার অফার ছিল। এটা পরিষ্কার নয় যে, আম্বানি দম্পতি এই বিশেষ অভ্যর্থনা লাভের জন্য চাঁদা দিয়েছেন নাকি ট্রাম্পের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন!

ট্রাম্প-ভ্যান্স ইনঅগাব়্যাল কমিটি বেনিফিট-এর আওতায় তহবিল দাতাদের কাছ থেকে ১০ লক্ষ ডলার থেকে ২০ লক্ষ ডলার সংগ্রহ করা হয়েছে। সেই হিসেবে বহু শিল্পপতিই এখন ট্রাম্প-মেলানিয়ার সঙ্গে ১৯ জানুয়ারি নৈশভোজে সময় কাটানোর অপেক্ষায় খিদে বাড়াচ্ছেন। নিউইয়র্ক টাইমসে খবর অনুযায়ী এই অনুষ্ঠানে বিশ্বের তাবড় ধনী-শিল্পপতি, ধনাঢ্য ব্যক্তিদের মাঝে উপস্থিত থাকবেন আম্বানি কর্তাগিন্নিরাও।


ভিডিও স্টোরি