শেষ আপডেট: 16th April 2025 11:34
দ্য ওয়াল ব্যুরো: মুঘল সম্রাট বংশের স্বঘোষিত উত্তরাধিকারী বাহাদুর শাহ জাফরের বংশধর ইয়াকুব হবিবুদ্দিন তুসি এর আগে দাবি জানিয়েছিলেন তাজমহলের বর্তমান মালিক তিনি। তা নিয়ে জোর বিতর্কের দুদিনের মধ্যে মহারাষ্ট্রের সম্ভাজিনগরে ঔরঙ্গজেবের সমাধি রক্ষায় রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সচিব অ্যান্তোনিও গুতেরেজকে চিঠি লিখলেন ইয়াকুব।
হায়দরাবাদের বাসিন্দা ইয়াকুব দাবি করে থাকেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের উত্তরাধিকারী তিনি। ঔরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলার বিতর্কে মাসখানেক আগে নাগপুরে অশান্তির আগুন জ্বলে উঠেছিল। ইয়াকুব একইসঙ্গে দাবি জানিয়েছেন, মুঘল সম্রাটের সমাধিস্থলের ওয়াকফ সম্পত্তির মুতাওয়ালি বা দেখভালকারী ব্যক্তি হলেন তিনি।
রাষ্ট্রসঙ্ঘের মহাসচিবকে তিনি জানিয়েছেন, ওই সমাধিকে জাতীয় স্মৃতিস্মারক হিসেবে ঘোষণা করা হয়েছে। এমনকী প্রাচীন স্মৃতিসৌধ ও পুরাতত্ত্ব সর্বেক্ষণের হেরিটেজ সাইট হিসেবেও এটি রক্ষিত। ১৯৫৮ সালের এই আইনে রয়েছে, সংরক্ষিত সৌধের ধারেকাছে কোনও অবৈধ নির্মাণ, পরিবর্ধন-সংরক্ষণ, ধ্বংসাত্মক চলতে পারে না। এই আইন ভঙ্গ করলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন গুতেরেজকে।
চিঠিতে তিনি আরও লেখেন, কিছু সিনেমা, সংবাদমাধ্যম ও সোশ্যাল প্ল্যাটফর্ম সকলে মিলে জনমতকে সংগঠিত করছে। বিশেষ করে সিনেমায় ঐতিহাসিক বিকৃতি ঘটানোয় জনমত এই সমাধির বিরুদ্ধে চলে যাচ্ছে। তাই এখানে নিরাপত্তা রক্ষী মোতায়েনের আর্জি জানিয়েছেন ইয়াকুব। আন্তর্জাতিক আইনের দৃষ্টান্ত তুলে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, ঐতিহ্যবাহী সৌধ সংরক্ষণ আন্তর্জাতিক আইনেও আছে।