Date : 11th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Jammu and Kashmir Uniform Civil Code

জম্মু-কাশ্মীরে সেনা অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে প্রচার চালাচ্ছে, অভিযোগ মুফতি-ওমরের

জম্মু-কাশ্মীরের মতো স্পর্শকাতর রাজ্যে সেনার ভূমিকা ঠিক নয়, বলেছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

জম্মু-কাশ্মীরে সেনা অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে প্রচার চালাচ্ছে, অভিযোগ মুফতি-ওমরের

শেষ আপডেট: 23 March 2024 13:16

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে প্রচারে নেমেছে সেনা বাহিনী, এমনই গুরুতর অভিযোগ করেছেন জম্মু-কাশ্নীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। তাঁদের বক্তব্য, এই ধরনের রাজনৈতিক বিষয়ে সেনা বাহিনীর মতামত দেওয়া, প্রচার করার কোনও এক্তিয়ার নেই। জম্মু-কাশ্মীরের মতো স্পর্শকাতর রাজ্যে সেনার এই ভূমিকা ঠিক নয়, বলেছেন দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী। 

ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ২০২৩ এবং অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে জিজ্ঞাসা শীর্ষক এক আলোচনার আয়োজন করেছে সেনা বাহিনী। ২৬ মার্চ সেটি কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। সেখানে জম্মু ও কাশ্মীরও লাদাখ হাই কোর্টের প্রধান বিচারপতিরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন কাশ্মীরের দায়িত্বপ্রাপ্ত মেজর জেনারেল পিবিএস লাম্বা। 

প্রঙ্গগত, নরেন্দ্র মোদী সরকার ২০১৯-এ সংবিধানে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয়। সেই থেকে ওই রাজ্যে গোটা দেশের সব আইন বলবৎ হয়েছে। আগে জম্মু-কাশ্মীরে বহিরাগতদের সম্পত্তির মালিক হওয়ার সুযোগ ছিল না। এ ছাড়া রাজ্যের নিজস্ব পতাকা, সঙ্গীত ইত্যাদি চালু ছিল। ছিল পৃথক রেডিও ও টেলিভিশন চ্যালেন। 

৩৭০ বাতিল হওয়ার পর এই সুবিধা নিয়ে প্রশাসন এবং রাজনৈতিক মঞ্চ বিজেপি লাগাতার প্রচার চালিয়েছে। ৩৭০ বাতিল হওয়ার পর সেখানে বিধানসভার ভোট হতে যাচ্ছে কয়েক মাসের মধ্যে। 

অন্যদিকে, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির আমূল পরিবর্তন করেছে ভারত সরকার। গত বছরে সংসদে পাশ হওয়া ভারতীয় দণ্ডসংহিতা, ২০২৩ পাশ হয়েছে। আগামী ১ জুলাই থেকে নয়া দণ্ডসংহিতা চালু হবে দেশে। এই সন্দিক্ষণে সেনা বাহনীর অভিন্ন দেওয়ানি বিধি ও দণ্ডসংহিতা নিয়ে শিক্ষাঙ্গনে আলোচনাচক্রের আয়োজন নিয়ে আপত্তি তুলেছেন প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী। 

ন্যাশনাল কনফারেন্সের ভাইস প্রেসিডেন্ট ওমরের বক্তব্য, এইভাবে সেনা বাহিনীকে রাজনীতিতে টেনে আনা হচ্ছে। ভারতে সেনা বাহিনী সর্বদা রাজনীতি এড়িয়ে এসেছে। এটা কি সঠিক কাজ হচ্ছে? 

জম্মু-কাশ্মীরের আর এক মুখ্যমন্ত্রী তথা পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতির কথায়, ভারতীয় সেনা পৃথিবীর চতুর্থ শক্তিশালী এবং শৃঙ্খলাপরায়ণ বাহিনী। বিজেপি ক্ষমতায় আসার পর ধর্মকে হাতিয়ার করে সব প্রবিত্র প্রতিষ্ঠানকেই ধ্বংস করেছ। এবার সেনা বাহিনীও তাদের সেই কর্মসূচির নিশানা হতে যাচ্ছে।


ভিডিও স্টোরি