Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Congress MP Shashi Tharoor

শশী তারুর বিজেপি মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সেলফি পোস্ট করলেন, জ্বলে উঠল কংগ্রেস

শশী তারুর এই সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, জোনাথনের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে।

শশী তারুর বিজেপি মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সেলফি পোস্ট করলেন, জ্বলে উঠল কংগ্রেস

শশী তারুর। ফাইল ছবি।

শেষ আপডেট: 25 February 2025 08:17

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের (Congress) কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে, বলা ভালো গান্ধী পরিবারের (Gandhi Family) সঙ্গে সম্পর্কের চিড় ধরার গুজবের মধ্যেই গরম তেলে লঙ্কা ফোড়ন ছাড়লেন দলীয় এমপি শশী তারুর (Shashi Tharoor)। বিজেপির কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীষূষ গোয়েলের (Union Commerce Minister Piyush Goyal) পাশে দাঁড়িয়ে সেলফি পোস্ট করে মঙ্গলবার সকাল থেকে নতুন বিতর্ক উসকে দিয়েছেন কেরলের (Kerala) তিরুবনন্তপুরমের (Thiruvananthapuram) লোকসভা সদস্য তারুর। তাঁদের সঙ্গে ছিলেন ব্রিটেনের ব্যবসা-বাণিজ্য মন্ত্রকের সচিব জোনাথন রেনল্ড।

শশী তারুর এই সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, জোনাথনের সঙ্গে খুব ভাল আলোচনা হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন ভারতেরও বাণিজ্যমন্ত্রী পীষূষ গোয়েল। এফটিএ নিয়ে দীর্ঘদিন ধরে আটকে থাকা বিষয় অনেকটাই কাটিয়ে ওঠা গিয়েছে। যাকে স্বাগত জানাই। সম্প্রতি কেরলের বাম গণতান্ত্রিক জোট সরকারের একের পর এক কাজের প্রশংসা ও দলীয় নেতৃত্বের প্রতি কার্যত অনাস্থা প্রকাশ করায় শশীর সঙ্গে কংগ্রেসের মনোমালিন্য ঘটে। যার পরিপ্রেক্ষিতে আগামী শুক্রবার নয়াদিল্লির ইন্দিরা ভবনে তাঁকে তলব করেছেন সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

উল্লেখ্য, গত রবিবার তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি তাঁর নেতৃত্বদান দলের পছন্দ না হয়, তাহলে তাঁর কাছেও বিকল্প রয়েছে। যদি দল চায়, আমি আমাকে ব্যবহার করতে পারি। যদি তা নয়, আমারও নিজের মতো করে কিছু করার আছে। আপনাদের এমনটা ভাবার কোনও কারণ নেই যে, আমার করণীয় কিছু নেই। আমার কাছে বই আছে, বক্তৃতা আছে, বিশেষ বক্তা বা অতিথি বক্তা হিসেবে বিশ্বজুড়ে আমন্ত্রণ পড়ে রয়েছে। আমি সেই সমস্ত নিয়েও থাকতে পারি।

একটি সংবাদপত্রের মালয়ালম পডকাস্টে তিনি বলেছেন, যদি কংগ্রেস কেরলের দিকে এখন থেকেই মন না দেয়, তাহলে এবারেও তাদের টানা তিনবার বিরোধী আসনে বসতে হবে। পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন বাম সরকারের একের পর এক প্রশংসা করেছেন তারুর। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে কেরলে। তার আগে বাম সরকার রাজ্যে আর্থিক উন্নয়নে প্রশংসাজনক কাজ করেছে বলেন তারুর। চারবারের কংগ্রেস এমপি তারুর এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর আলোচনাকেও প্রশংসা করেন। তাঁর এইসব কর্মকাণ্ড দলীয় শিবির থেকে সমালোচিত হয়। যার জেরেই তাঁকে তলব করার পরেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখের ছবি পোস্ট করে জল্পনাকে আরও ঘুলিয়ে দিলেন শশী তারুর।


ভিডিও স্টোরি