আজ, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার ত্রাল এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কয়েকজন সেখানে লুকিয়ে আছে বলে খবর আসে।
ভিডিও কলের মুহূর্ত
শেষ আপডেট: 15 May 2025 19:00
দ্য ওয়াল ব্যুরো: বাবা এবং মায়ের মধ্যে, মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানদের কাছের হয়। ছেলেদের ক্ষেত্রে তো বিশেষ করে। হরেক রকম আবদার থেকে শরীর খারাপ, বন্ধুত্বের প্রথম শুরু থেকে পড়াশোনার সহজ পাঠ, ব্যতিক্রম ছাড়া সবই তো বেশিরভাগ ক্ষেত্রে মায়েদের কাছেই। তাই মা পরম বন্ধু, মায়ের কোলই নিরাপদ আশ্রয়। আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে জঙ্গি কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের পার্থক্য থাকবে এটা স্বাভাবিক, মানসিকতায় তো বটেই, সামাজিক মেলামেশা এবং পারিবারিক ক্ষেত্রেও। কিন্তু মা তো মা'ই। বৃহস্পতিবারে পুলওয়ামায় নিকেশ হওয়া জঙ্গির এক তথ্য অন্তত তাই বলছে।
আজ, বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার ত্রাল এলাকা ঘিরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার কয়েকজন সেখানে লুকিয়ে আছে বলে খবর আসে। অনেক সুযোগ দেওয়া হয় আত্মসমর্পণের। কিন্তু নিরাপত্তারক্ষীদের বক্তব্য তারপরও গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
ঠিক গুলি চালানোর আগের মুহূর্তে, যখন পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেছেন সকলকে, তখন আমির নাজির ওয়ানি তার মাকে ভিডিও কল করেন। সেই ভিডিও ঘটনার পর সামনে এসেছে। জানা যায়, ভিডিও কল চলাকালীন মা ও বোনের সঙ্গে শেষবারের মতো কথা বলেছিল সে। জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে কী হবে, মায়ের স্নেহ -ভালবাসাতে তো তার প্রভাব সেভাবে পড়ে না। মায়ের কাছে তো সে সন্তান। মৃত্যু নিশ্চিত জেনে মা শেষবারের মতো ফিরে আসার অনুরোধ জানান। তাই হয়তো পুলিশের কাছে আত্মসমর্পণের পরামর্শ দেন।
बेटा सरेंडर कर दे', आतंकी को समझाती रही मां
लेकिन नही माना जिहादी आतंकी।
उसके बाद हिन्द की सेना ने कर दिया ढेर।🚩 pic.twitter.com/oq7nWuxavm— Sagar Kumar “Sudarshan News” (@KumaarSaagar) May 15, 2025
একই কথা আমিরকে বোঝান তাঁর বোনও। উত্তর সে জানায়, পুলিশ মুখোমুখি হোক, তখন দেখা যাবে। যদিও দেখার সুযোগ আর সেভাবে পেল না সে। পুলিশের গুলিতে মৃত্যু হয় তার। এমনকি অপর জঙ্গি আসিফ আহমেদের বোনও ভিডিও কলে ছিলেন, নিজের ভাইয়ের খোঁজ নিতে চান। কিন্তু সে খোঁজ দেওয়ার আগেই সব শেষ হয়ে যায়।
হাতে একে ৪৭ থাকলেও সেনার কাছে হেরে যেতে হয় তিনজনকেই। এই ঘটনায় আরও প্রায় ৭ জঙ্গির পরে মৃত্যু হয়েছে বলেও জানা যাচ্ছে কিন্তু যেবিষয়ে এখনও সরকারি কোনও তথ্য আসেনি।