শেষ আপডেট: 15th February 2025 22:46
দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল নিরুদ্দেশ কেন্দ্র তৈরি করেই মিলল বিপুল সাফল্য। সময় যত গড়িয়েছে বিশ্বের সমস্ত সমাবেশকে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়েছে ভারতের মহাকুম্ভ। এখনও পর্যন্ত ৫০ কোটি মানুষ পুণ্যস্নান করেছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। যদিও ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়লেও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগাতেই ফল মিলল হাতেনাতে।
সূত্রের খবর, এই প্রথমবার মহাকুম্ভে নিখোঁজ পুণ্যার্থীদের খুঁজে বের করতে মেলার বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে ডিজিটাল লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার বা ডিজিটাল নিরুদ্দেশ কেন্দ্র। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত পুণ্যস্নানে এসে হারিয়ে যাওয়া ২০ হাজার ১৪৪ জন পুণ্যার্থীকে খুঁজে বের করে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাদের মধ্যে একটা বড় অংশই মহিলা পুণ্যার্থী।
মেলা প্রশাসন সূত্রে খবর, মৌনী অমাবস্যার দিনগুলি অর্থাৎ ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি মোট ৮,৭২৫ জনকে, খুঁজে পাওয়া গেছে। এছাড়া মকর সংক্রান্তি অর্থাৎ ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি ৫৯৮ এবং বসন্ত পঞ্চমীর স্নানে ২,৩ ও ৪ জানুয়ারি মোট ৮১৩ জনকে খুঁজে বের করে মহাকুম্ভের ডিজিটাল নিরুদ্দেশ কেন্দ্র। সময় যত যাচ্ছে সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে।
এদিকে মহাকুম্ভে হারিয়ে যাওয়া পুণ্যার্থীদের খুঁজে দিতে বড় ভূমিকা নিচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। ভারতের বিভিন্ন রাজ্য অধিবাসীরা তো বটেই, নেপাল থেকে এসে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, এমন পুণ্যার্থীরাও ডিজিটাল নিরুদ্দেশ কেন্দ্রের সুফল পেয়েছেন।
মহাকুম্ভে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয় তা নিশ্চিত করতে গত বছরের ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ডিজিটাল পরিষেবা কেন্দ্রগুলি উদ্বোধন করেছিলেন।
প্রয়াগরাজ জংশন স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানে দশটি ডিজিটাল কেন্দ্র স্থাপন করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এই কেন্দ্রগুলির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন।