শেষ আপডেট: 22nd June 2024 16:22
দ্য ওয়াল ব্যুরো: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে ইতিমধ্যে ১৩ জন গ্রেফতার হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮। ঝাড়খণ্ড থেকে আরও ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর। তাদের সকলকে পাটনায় নিয়ে আসা হচ্ছে জেরার জন্য। পুলিশ সূত্রে খবর, এই ৫ জনের মধ্যে মূল সন্দেহভাজনও রয়েছে।
আগে যারা গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে ছিল ৬ জন মিডলম্যান, ৪ জন পড়ুয়া এবং ৩ জন অভিভাবক। ধৃত এক পড়ুয়াই পুলিশি জেরায় ইতিমধ্যে শিকার করেছে যে, ৩৫-৪০ লক্ষ টাকায় এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে নিটের প্রশ্ন প্রথমবার ফাঁস হয়েছিল হাজারিবাগের একটি প্রস্তুতি সেন্টার থেকে। সেখান থেকেই অন্যান্যদের হাত ধরে তা বাকি জায়গায় ছড়িয়ে পড়ে।
গ্রেফতার হওয়া ওই ১৩ জনের সকলেই সঞ্জীব সিং মুখিয়া নামের এক ব্যক্তির নাম নিয়েছিল। গত ৬ মে থেকে তিনি 'নিখোঁজ' বলে জানতে পেরেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, এই ব্যক্তিই গোটা নিট প্রশ্নপত্র কাণ্ডের 'মাস্টারমাইন্ড'। এদিকে ঝাড়খণ্ড থেকে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে যে মূল সন্দেহভাজন রয়েছে তার নাম সিকন্দর। তিনি সর্বপ্রথম নিট প্রশ্নপত্র ৩০-৩৫ লক্ষ টাকায় কিনে তা পরে ৪০ লক্ষ টাকায় বিক্রি করেন বলে পুলিশ সূত্রে খবর।
তাহলে এই সঞ্জীব সিং মুখিয়া কে? বিহারের নালন্দা জেলার বাসিন্দা সঞ্জীব নালন্দা কলেজের নূরসরাই ব্রাঞ্চে টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করতেন। এর আগে সবর এগ্রিকালচার কলেজে কাজ করার সময়ও তাঁর বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছিল। এই মামলায় ২০১৬ সালের গ্রেফতারও হন তিনি। তবে অল্প সময়ের মধ্যেই জামিন পেয়ে যান। সঞ্জীবের ছেলে পেশায় ডাক্তার। তবে রাজ্যের শিক্ষক দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত হয়ে তিনি এখন জেলবন্দি।