শেষ আপডেট: 10th September 2024 12:36
দ্য ওয়াল ব্যুরো: শেষমেশ ভারতে থাবা বসাল মাঙ্কিপক্স। দেশে মাঙ্কিপক্সে আক্রান্তের ঘটনা এই প্রথম বলে বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি কেন্দ্র আরও জানিয়েছে, বিদেশে বেড়াতে গিয়েই এই সংক্রমণ নিয়ে এসেছেন দিল্লির বাসিন্দা ওই ব্যক্তির।
তবে এটি এখনও বিছিন্ন ঘটনার পর্যায়েই রয়েছে বলে দাবি স্বাস্থ্য মন্ত্রকের। এই মুহূর্তে চিন্তার বিশেষ কোনও কারণ নেই বলেই জানিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এমার্জেন্সি ঘোষণা করেছে মাঙ্কি পক্স নিয়ে। তবে এই কেসটি কোনওভাবেই তার অংশ নয় বলেই সাফ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
জানা গেছে, যে ব্যক্তির শরীরে এমপক্সের সন্ধান মিলেছে, তা ‘ওয়েস্ট আফ্রিকান ক্ল্যাড ২-র অংশ। তিনি মাঙ্কিপক্সে রীতিমতো ধুঁকতে থাকা এক দেশ থেকে ভারতে আসার পরই উপসর্গ ধরা পড়ে।
ইতিমধ্যেই তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার দিকে কড়া নজর রাখছে কেন্দ্র। তবে তিনি বর্তমানে স্থিতিশীল। তাঁর শরীরে কোমর্বিডিটির কোনওরকম হদিশ পাওয়া যায়নি। কিন্তু প্রথম এই অসুখের খোঁজ মেলায় খানিকটা শোরগোল পড়েছে দিল্লিতে।
অনেকেই বলছেন, মাঙ্কিপক্স নিয়ে কেন্দ্র লাগাতার সতর্কতা জারি করলেও লাভের লাভ কিছুই হল না। সেই ভারতেই থাবা বসাল এই ভাইরাস। তবে সময় যত গড়াচ্ছে, উগান্ডা, কেনিয়া, বুরুন্ডির-সহ পূর্ব আফ্রিকার একাধিক দেশে ছড়িয়ে পড়ছে এমপক্স।