শেষ আপডেট: 11th March 2025 10:19
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে রাজস্থানের (Rajasthan) মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার (Bhajan Lal Sharma) একটি মন্তব্য ঘিরে রাজ্য-রাজনীতিতে বিবাদ শুরু হয়েছে। কংগ্রেসের দাবি, মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মোদীজি আমার প্রিয় অভিনেতা (Modiji my favourite actor)।’ হাত শিবিরের দাবি, নরেন্দ্র মোদী সম্পর্কে এই কথাই কংগ্রেস (Congress), বিশেষ করে রাহুল গান্ধী (Rahul Gandhi) বহুদিন ধরে বলে আসছেন, তিনি রাজনীতিক বা প্রশাসক নন, একজন পাক্কা অভিনেতা। এবার মুখ্যমন্ত্রী ভজনলাল বিজেপি নেতাদের মনের কথাটি ফাঁস করে দিলেন।
তাঁর মন্তব্য নিয়ে বিতর্ত দানা বাঁধলেও মুখ্যমন্ত্রী ভজনলাল কোনও ব্যাখ্যা দেননি। বিজেপির মুখপাত্র লক্ষ্মীকান্ত ভরদ্বাজ দাবি করেছেন মুখ্যমন্ত্রী মোদীজিকে ‘হিরো’ বলেছেন, পছন্দের অভিনেতা বলেননি। ওই বিজেপি নেতার দাবি, মিডিয়া মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিল তার প্রিয় হিরো কে? তিনি জবাবে মোদীজির নাম করেছেন। তিনি নতুন কিছু বলেননি। এটাই বিজেপির বক্তব্য।
ওই বিজেপি নেতা তাঁর বক্তব্যের সত্যতা নিয়ে কোনও ভিডিও ক্লিপ পেশ করতে পারেননি। তাছাড়া সিনেমার পুরস্কার প্রদান অনুষ্ঠানে কেন পছন্দের হিরো নিয়ে প্রশ্ন করা হবে সে প্রশ্ন তুলেছেন অনেকে। বিজেপির দাবি, সিনেমার জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের হিরো-হিরোইন বলে উল্লেখ করা হয়ে থাকে।
বিতর্কের সুত্রপাত করেন রাজস্থান কংগ্রেসের সভাপতি গোবিন্দ সিং দোতাসারা (Govind Sing Dotasara)। তিনি একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করেন, এক সাংবাদিক মুখ্যমন্ত্রীর কাছে তাঁর সেনা অভিনেতার নাম জানতে চেয়েছিলেন। জবাবে তিনি মোদীজির নাম বলেছেন। আমরাও বলছি, তিনি রাজনীতিক নন, সেরা অভিনেতা। এখন বিজেপি নেতারাও একই কথা বলায় আমাদের বক্তব্যই সত্য প্রমাণিত হল।
কংগ্রেস নেতা আরও বলেন, পাকা অভিনেতার মতো মোদীজি ক্যামেরার অ্যাঙ্গেল সম্পর্কে সচেতন। সচেতন সাজসজ্জা এবং পোশাক নিয়েও। আর কে না জানে তিনি ভাষণে টেলিপম্পার ব্যবহার করেন।
কংগ্রেসের বিরোধী দলনেতা তিলকরাম জুলির বক্তব্য, মোদীজি নিজেকে চৌকিদার বলেন বটে। আসলে তিনি একজন কলাকার (অভিনেতা)। তিনি জনসেবক নন, অভিনেতা।