শেষ আপডেট: 28th September 2024 15:37
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার জম্মুতে নির্বাচনী সভা করেছেন। ২০১৬ সালের এই দিনে পাকিস্তানে সার্জিক্যাল স্টাইক করেছিল ভারতীয় বায়ু সেনা। কাশ্মীর দিয়ে পাকিস্তানের আকাশ সীমা অতিক্রম করে জঙ্গি ঘাঁটিতে বোমা ফেলে ভারতীয় বাহিনী। স্বভাবতই সার্জিক্যাল স্ট্রাইকের আট বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ জুড়ে ছিল সেই দিনটির কথা।
শনিবার নির্বাচনী ভাষণে নাম না করে সার্জিক্যাল স্ট্রাইক নিয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে নিজের বীরত্বও জাহির করেছন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই ভারত ঘরে ঢুরে মারে। আতঙ্কবাদীদের গুরুঠাকুরেরা আকাশ বা পাতাল যেখানেই গা ঢাকা দিক মোদীর হাত থেকে রেহাই নেই। মোদী ঠিক খুঁজে বের করবেই।
ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে নিউ ইয়র্কে রাষ্ট্র সংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর নিয়েই হিন্দুস্থানকে নিশানা করেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জবাবি ভাষণে পাক প্রধানমন্ত্রীকে তুলোধুনো করেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি ভাবিকা মঙ্গলানন্দন। ফলে দুই দেশের অস্থির সম্পর্ক আরও তেঁতে ওঠে মোদীর জম্মু সফরের আগেই। দশ বছর পর জন্মু-কাশ্মীরে বিধানসভার ভোট হচ্ছে। উগ্রবাদীরা ভোট বানচালের চেষ্টা চালালেও সাধারণ মানুষ প্রত্যাশা ছাপিয়ে ভোটের লাইনে গিয়ে দাঁড়াচ্ছেন। প্রধানমন্ত্রী দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইক পাক জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে। ভারতীয় সেনা ছাউনি পাক জঙ্গি হানার বদলা নিতে ২০১৬-র ২৮ সেপ্টেম্বর রাতে পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেন ভারতীয় বায়ু সেনা।
শরিফ রাষ্ট্রসংঘের ভাষণে কাশ্মীরকে ইজরায়েলি হামলায় বিধ্বস্ত প্যালেস্তাইনের সঙ্গে তুলনা করেছেন। জবাবে পাকিস্তানকে জঙ্গিদের আশ্রয় দাতা বলে পাল্টা আক্রমণ করেন ভারতের প্রতিনিধি। শরিফ ভারতের সংবিধানে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক সুরক্ষার ৩৭০ নম্বর অনুচ্ছেদ পুনর্বহালের দাবি তোলেন। ২০১৯-এ মোদী সরকার ওই বিশেষ সুবিধা প্রত্যাহার করে নিয়েছে ৩৭০ বাতিল করে দিয়ে।
প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের নির্বাচনী সভায় ৩৭০-কেই বিরোধীদের বিরুদ্ধে হাতিয়ার করেছেন। চ্যালেঞ্জের সুরে তিনি বলেছেন, সাহস থাকে তো বিরোধীরা এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করুক। প্রসঙ্গত, কাশ্মীরের আঞ্চলিক দলগুলি ৩৭০ পুনর্বহালের দাবি তুললেও কংগ্রেস সরাসরি এই ব্যাপারে অবস্থান স্পষ্ট করেনি। রাহুল গান্ধী নির্বাচনী সভায় বলেছেন, কংগ্রেস কাশ্মীরের মানুষের মনে কথা মতো পদক্ষেপ করবে।