শেষ আপডেট: 18th March 2025 10:21
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৩০ মার্চ নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সদর দফতরে যাবেন। একদা আরএসএসের প্রচারক মোদী ২০১৪-তে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর সঙ্ঘের কোনও দফতরে যাননি।
দু’দিন আগেই এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী তাঁর সঙ্ঘে যোগদান এবং সেই পর্বের প্রাপ্তি নিয়ে অনেক কথা বলেছেন। তাঁর কথায়, আরএসএসের সঙ্গে যুক্ত হতে পারাটা ছিল পরম প্রাপ্তি। ওই সংগঠনই আমাকে শিখিয়েছে মামুষের স্বার্থে কাজ করতে।
কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর বারো বছরের মধ্যে একবারের জন্যও আরএসএসের কোনও অফিসে প্রধানমন্ত্রীর না যাওয়া নিয়ে নানা সময়ে আলোচনা হয়েছে। কারও কারও মত ছিল আরএসএস মোদীকে তৈরি করে থাকলেও সেই সংগঠন এখন প্রধানমন্ত্রীর মুখাপেক্ষি। কোনও কোনও বিশেষজ্ঞের মত ছিল প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন তিনি আরএসএসের রিমোট কন্ট্রোলে চলেন না।
তবে নানা মতের মধ্যেও বাস্তব হল, গত ১২ বছরের শাসনে মোদী সঙ্ঘের কর্মসূচিই বাস্তবায়ন করেছেন। কাশ্মীরের বিশেষ রক্ষাকবচ সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলোপ, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ এবং অভিন্ন দেওয়ানি বিধির একাংশ বাতিল করেছে তাঁর সরকার। গোটা দেশে অভিন্ন বিধি প্রয়োগের বিষয়ে কাজ করছে সরকার।
৩০ তারিখ নাগপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি দুটি। তিনি সেখানে মাধব নেত্রালয় আই ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের নতুন তৈরি অংশের উদ্বোধন করবেন। তাঁর সঙ্গে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ ও কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রী তথা নাগপুরের সাংসদ নীতিন গডকড়ি।
দ্বিতীয় কর্মসূচি আরএসএস সদর দফতরে সঙ্ঘের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক। চলতি বছরে শতবর্ষ পালন করছে আরএসএস। প্রধানমন্ত্রী মোদীর সফর মূলত সেই উপলক্ষে। তবে এমন সময় তিনি আরএসএস সদর দফতরে যাচ্ছেন, যখন বিজেপির নতুন জাতীয় সভাপতি নির্বাচন প্রায় চূড়ান্ত হওয়ার মুখে। অনুমান করা হচ্ছে, প্রধানমন্ত্রী এই ব্যাপারে চূড়ান্ত আলোচনা সেরে নিতে পারেন।
বিদায়ী সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে আরএসএস নেতৃত্ব অসুন্তুষ্ট। গত বছর নাড্ডা এক সাক্ষাৎকারে মন্তব্য করেন, একটা সময় বিজেপির আরএসএসকে প্রয়োজন হত। কিন্তু এখন বিজেপি এককভাবে এগতে সক্ষম। কোনও সংগঠনের উপর দল নির্ভরশীল নয়। প্রকাশ্যে নাড্ডার বক্তব্যের সমালোচনা না করলেও আরএসএস নেতৃত্ব তাঁর মন্তব্য নিয়ে ক্ষোভের কথা বিজেপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিল।