শেষ আপডেট: 27th February 2025 09:17
দ্য ওয়াল ব্যুরো: ৬০ বছর বয়সের পর সমাজের সব অংশের মানুষকে মাসে তিন হাজার টাকা করে পেনশন (pension) দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই সংক্রান্ত প্রস্তাব বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসের (office of the Prime Minister of India) বিবেচনার জন্য পাঠানো হয়েছে। সরকারি সূত্রের খবর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে (Independence Day) প্রকল্পটি ঘোষণা করা হতে পারে।
বর্তমানে অটল পেনশন যোজনা (Atal Pension Yojana), ন্যাশনাল পেনশন স্কিম (national pension scheme) এবং প্রধানমন্ত্রী শ্রম যোগী মান্ধন নামে তিনটি পেনশন স্কিম চালু আছে। কিন্তু সেগুলি সর্বজনীন বা সকলের জন্য নয়।
প্রস্তাবিত পেনশন স্কিমটি ভাবা হয়েছে সমাজের সব স্তরের মানুষের জন্য। কর্মহীন, বেসরকারি সংস্থার কর্মচারী, স্বনিযুক্ত ব্যক্তিরাও এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। ১৮ বছর বয়স থেকে প্রকল্পে অর্থ জমা শুরু করা যাবে। ৬০ বছর বয়স হলে মাসে মাসে পেনশন দেবে সরকার। ভাবনাচিন্তা চলছে প্রত্যেক গ্রাহকের নামে প্রতিমাসে সরকারও নির্দিষ্ট অঙ্ক জমা করবে, যেমনটা সরকারি কর্মচারীদের জন্য সরকার করে থাকে। তবে সেই টাকার অঙ্ক কত হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।
বেসরকারি সংস্থার কর্মটারীদের জন্য ১৯৯৫ সালে প্রভিডেন্ট ফান্ড চালু করা হয়েছিল। ওই তহবিলের একাংশ পেনশন তহবিলে জমা হয়। কিন্তু চাকরিজীবীর বাইরের জনসাধারনের জন্য কোনও সর্বজনীন পেনশন স্কিম বর্তমানে নেই। চাকরিজীবী নন, দেশের এমন গরিব, মধ্যবিত্ত অংশের জন্য নতুন পেনশন স্কিমের কথা ভাবা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রক এই ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে।