শেষ আপডেট: 9th April 2025 14:47
দ্য ওয়াল ব্যুরো: আধার কার্ড (Aadhaar Card) নিয়ে দেশবাসীর মাথাব্যথা দূর করতে নয়া অ্যাপ (App) নিয়ে এল মোদী সরকার (Modi Government)। এখন থেকে আধার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান মিলবে এই অ্যাপেই। মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) এই অ্যাপটির উদ্বোধন করেন এবং আশ্বাস দেন, আধার নিয়ে আর চিন্তার কোনও কারণ নেই।
মোদি সরকারের এমন পদক্ষেপকে অনেকে সাধুবাদ জানালেও অনেকেই পুরো বিষয়টিতে আরও জটিলতা বাড়ল বলেই মনে করছেন। বর্তমানে মুঠোফোনের যুগ হলেও দেশের বহু মানুষের কাছেই বিষয়টি অনেক গুরুগম্ভীর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নয়া অ্যাপের সুবিধা
এই অ্যাপ থেকে ছবি দিয়ে এবার নিজের আধার কার্ডের খুঁটিনাটি কাজ করা যাবে।
আধার ভেরিফিকেশন দিয়ে হবে ইউপিআই পেমেন্ট।
অ্যাপের প্রধান বৈশিষ্ট্য হল এটি আপনার ফেস আইডি দিলেই কাজ করবে। যা আপনার হাতে থাকা মোবাইল দিয়েই করা সম্ভব।
এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল আধার কার্ড দিয়ে যাবতীয় কাজ খুব সহজেই করা যাবে।
হোটেলে চেক ইন বা শপিংয়ের সময় এই আধার অ্যাপ সমানভাবে কাজ করবে।
অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে আধারের প্রধান পোর্টাল।
থাকবে একটি কিউ আর কোড। যা জালিয়াতি রুখতে সাহায্য করবে।
আলাদা করে আধারের ফটোকপি জমা দিতে হবে না।
কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আধার ভেরিফিকেশন দিয়ে ইউপিআই পেমেন্ট অতি সহজে করা যাবে। যে কারণে এখন থেকে আর পকেটে করে আধার কার্ড নিয়ে ঘোরাঘুরির দিন শেষ। তিনি আরও জানিয়েছেন, এখন থেকে কাউকে নিজের আধারের ফটোকপিও দিতে হবে না। হোটেলে চেক ইন বা শপিং করার সময়ও এই আধার অ্যাপ সমানভাবে কাজ করবে।
New Aadhaar App
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) April 8, 2025
Face ID authentication via mobile app
❌ No physical card
❌ No photocopies
????Features???? pic.twitter.com/xc6cr6grL0
তিনি আরও জানান, দ্রুত গোটা দেশের বিভিন্ন প্রান্তে চালু হবে এই অ্যাপ। এখানে যে কিউআর কোড রয়েছে সেটি কোনওভাবেই জাল করা সম্ভব নয়। সে কারণেই এখানে মুখের ছবি বা ফেস আনলকিংয়ের সুবিধা রাখা হচ্ছে। যাতে কোনওরকম জালিয়াতি না হয়। নিজের মুখে দেখালে তবেই খুলবে অ্যাপ।