শেষ আপডেট: 14th April 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: 'गृहमंत्रालय.सरकार.भारत' ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের (Ministry of Home Affairs) ওয়েবসাইটের হিন্দি ইউআরএল (Hindi URL)। সরকারি সূত্রের খবর, সব মন্ত্রকের ওয়েবসাইটের (website) হিন্দি ইউআরএল চালু করা হবে। চালু করা হল স্বরাষ্ট্র মন্ত্রক দিয়ে।
ইংরিজি ইউআরএল mha.gov.in এর পাশাপাশি হিন্দি ইউআরএল বহু মানুষ ব্যবহার করছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
নরেন্দ্র মোদী সরকারের (Modi Government) বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ায় অভিযোগের মুখে এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সরকারি কর্তারা অবশ্য জানিয়েছেন, সংবিধানের অষ্টম তফসিলে উল্লেখিত সব ভাষাতেই সরকারি ওয়েবসাইটের (Government Website) ইউআরএল চালু করা হবে।
লক্ষণীয় হল, হিন্দি ও ইংরেজি ইউআরএলের মধ্যে উল্লেখযোগ্য ফারাক। ইংরেজি ইউআরএল-এ দেশের কোড 'ইন' থাকলেও হিন্দিতে 'भारत' লেখা হয়েছে। দু বছর আগে মোদী সরকার সরকারি নথিপত্রে দেশের নাম ইন্ডিয়ার পাশাপাশি ভারত লেখা শুরু করেছে। এবার সরকারি ওয়েবসাইটের ইউআরএল-এ তা হিন্দিতে ব্যবহার করায় ওই ভাষার প্রসার বাড়বে, সন্দেহ নেই।
ভারত সরকার হিন্দি চাপিয়ে দিতে চাইছে বলে তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলি সরব। তামিলনাড়ুর ডিএমকে সরকার কেন্দ্রের ত্রিভাষা সুত্র মানতে অস্বীকার করেছে। তাদের বক্তব্য তামিলনাড়ুর স্কুল কলেজে বরাবর তামিল এবং ইংরিজি শেখানো হয়। তৃতীয় কোনও ভাষা শেখানোর প্রশ্ন ওঠে না।