শেষ আপডেট: 10th September 2024 12:41
দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী নিরপেক্ষ ভোটে জেতা প্রধানমন্ত্রী নন। তাঁর কথায়, অবাধ নয়, নিয়ন্ত্রিত পরিবেশে হওয়া নির্বাচনে জিতেছেন তিনি। রাহুলের মন্তব্য, নিরপেক্ষ নির্বাচন হলে বিজেপির কী দশা হত.....।
আমেরিকা সফররত রাহুল লাগাতার নরেন্দ্র মোদী এবং বিজেপি ও আরএসএসকে নিশানা করে চলেছেন। ওয়াশিংটনে তিনি কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশনকেও। ইঙ্গিত করেছেন, কমিশনের একপেশে ভূমিকার জন্যই বিজেপি ফের ক্ষমতায় আসতে পেরেছে। বিরোধী দলনেতার বক্তব্য, নরেন্দ্র মোদী যেমন চেয়েছেন কমিশন তেমন ভূমিকা পালন করেছে।
ভারতীয় সময় সোমবার গভীর রাতে রাহুল নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পৌঁছেছেন। সেখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় দেশের ভোট ব্যবস্থা নিয়ে মুখ খোলেন। কংগ্রেস নেতা ইঙ্গিত করেন, অবাধ ভোট হলে বিজেপি ক্ষমতায় টিকে থাকতে পারত না।
এক প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, নরেন্দ্র মোদীকে তিনি অশ্রদ্ধা করেন না। ঘৃণা-বিদ্বেষের প্রশ্ন ওঠে না। কংগ্রেস নেতা বলেন, আমাদের মধ্যে নীতির লড়াই চলছে। উনি একটি মতাদর্শে বিশ্বাস করেন। আমি তাঁর ভিন্ন মতাদর্শে বিশ্বাসী।
এর আগে নিউইয়র্কে রাহুল বলেন, মোদী দেশে যে ভয়ের আবহ তৈরি করেছিলেন তা অনেকটা দূর হয়েছে। মানুষ আর আগের মতো ভীত সন্ত্রস্ত নয়। রাহুলের কটাক্ষ, মোদীর ৫৬ ইঞ্চি বুকের ছাতি এখন ইতিহাস।