শেষ আপডেট: 29th January 2025 14:24
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালেই এক বিপদ ঘটে গেছে। মহাকুম্ভে ঘটে যাওয়া সেই মহা বিপর্যয়ে হতাহতের সংখ্যা অনেক! সে ব্যাপারে গভীর শোক প্রকাশ করার পরক্ষণেই দিল্লির সভা থেকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (AAP) ‘আপদ’ (Apada) বলে চরম কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।
আম আদমি পার্টিকে উদ্দেশ করে মোদী বলেন, "দিল্লি বলছে, ‘আপদের’র অজুহাত আর চলবে না, মিথ্যে প্রতিশ্রুতি আর চলবে না। লুটপাট ও মিথ্যার দিন শেষ। মানুষ চায় বিজেপির ‘ডাবল ইঞ্জিন সরকার’—যারা গরিবদের জন্য ঘর তৈরি করবে, দিল্লির আধুনিকীকরণ করবে, প্রতিটি ঘরে পানীয় জল পৌঁছে দেবে এবং ট্যাঙ্কার মাফিয়াদের কবল থেকে মুক্তি দেবে।"
প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, "আপদ (পড়ুন আপ) গঙ্গা-যমুনা পরিষ্কারের নামে ভোট চেয়েছিল, আর এখন নির্লজ্জের মতো বলছে, এতে ভোট মেলে না।" তাঁর কথায়, "৫ ফেব্রুয়ারি আপদা বিদায় নেবে, বিজেপি আসবে।"
এদিন বক্তৃতার শুরুতেই প্রয়াগরাজের মহা কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "মহা কুম্ভে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। আমরা কয়েকজন পবিত্র আত্মাকে হারিয়েছি, অনেকে আহত হয়েছেন। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।"
প্রধানমন্ত্রী আরও জানান, তিনি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। “কোটিরও বেশি ভক্ত প্রয়াগরাজের সঙ্গমে মৌনী অমাবস্যার (Mauni Amavasya 2025 Kumbh Mela ) স্নানে অংশ নিয়েছেন। দুর্ঘটনার পর ‘অমৃত স্নান’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে এখন তা স্বাভাবিকভাবে চলছে।”
ভিড়ে ঠাসা সভার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “এই দৃশ্যই দিল্লির মেজাজ প্রকাশ করছে, জনগণের রায় স্পষ্ট করে দিচ্ছে।” তার পরই আম আদমি পার্টির উদ্দেশে তীব্র সমালোচনা করে বলেন, ওরা বলছে হরিয়ানা নাকি যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছে। এত বড় মিথ্যাচার! হরিয়ানার পাঠানো জল মানুষ খায়। গত ১১ বছর ধরে প্রধানমন্ত্রীও সেটাই খাচ্ছে। এই অনাচারীদের এবার দিল্লি শাস্তি দেবেই।