শেষ আপডেট: 1st February 2025 18:59
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিধানসভা ভোটের মাত্র ৫ দিন আগে (শুক্রবার) দল ছেড়েছিলেন আপের ৮ বিধায়ক। ২৪ ঘণ্টার মধ্যে তাঁরা যোগ দিয়েছেন বিজেপিতে। অরবিন্দ কেজরিওয়ালের প্রতি অনাস্থা প্রকাশ করে তাঁরা দল ছেড়েছিলেন। এই ৮ জনের গন্তব্য কোথায় হবে তার একটা আন্দাজ করা গেছিল। সেটাই সত্যি হল।
যে আটজন বিধায়ক দল ছেড়েছিলেন তাঁরা হলেন, বোহিত মেহেরৌলা, নরেশ যাদব, রোহিত কুমার, রাজেশ ঋষি, মদন লাল, পবন শর্মা, ভাবনা গৌড় এবং বিএস জুন। এঁদের মধ্যে ভাবনা তাঁর ইস্তফা পত্রে অরবিন্দ কেজরিওয়ালকে উদ্দেশ করে স্পষ্ট লিখেছিলেন, ''আপনার প্রতি বিশ্বাস হারিয়েছি। দলের প্রতিও।'' তাৎপর্যপূর্ণ বিষয় হল, আপ এবার ২০ জন বিধায়ককে টিকিট দেয়নি। এঁরাও সেই দলে। বিশেষজ্ঞদের অনুমান, টিকিট না পেয়েই তাঁরা দল ছেড়েছেন।
যদিও আটজনই দাবি করেছন, দলের কাজকর্ম মানতে পারছিলেন না। তাই আপ ছেড়েছেন। পদত্যাগী বিধায়করা বলছেন, আম আদমি পার্টি তাঁদের নীতিবোধ হারিয়ে ফেলেছে। যে নীতি নিয়ে দল শুরু হয়েছিল তা আজ আর নেই। এখন দুর্নীতির আখড়া হয়ে গেছে দলটি। সেই কারণেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
এছাড়া তাঁদের আরও অভিযোগ, এত বছর ধরে যে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে আপ তা পূরণ করতে তাঁরা ব্যর্থ। এদিকে অরবিন্দ কেজরিওয়াল নিজে দুর্নীতি রুখতে পারেননি উল্টে তিনি সেই জালে জড়িয়ে গেছেন। তাই দল ছাড়তে তাঁরা বাধ্য হয়েছেন।
ভোটের মুখে বিধায়কদের দলত্যাগ কি আপকে বিপাকে ফেলবে? রাজনৈতিক মহল মনে করছে, তেমন সম্ভাবনা কম। কারণ, মানুষ ভোটের বিষয়ে মনস্থির করে ফেলেছে। ওই বিধায়কেরা আরও আগে এই সিদ্ধান্ত নিলে দল বিপাকে পড়ত। তবে ভোটের আগে এমন ঘটনা কীভাবে সামাল দেন কেজরিওয়াল, সেটাই দেখার।