Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Missed Flight by 10 Minutes, Escaped Death

১০ মিনিট দেরিতে পৌঁছনোয় মিস করেন ফ্লাইট! 'গণপতি বাপ্পা বাঁচিয়েছেন,' বলছেন তরুণী

দু'বছর পর ছুটি কাটাতে ভারতে ফিরেছিলেন তিনি। এখন, শুধুই প্রার্থনা করছেন। বলছেন, ভগবানের কৃপায় বেঁচে গেলাম। 

১০ মিনিট দেরিতে পৌঁছনোয় মিস করেন ফ্লাইট! 'গণপতি বাপ্পা বাঁচিয়েছেন,' বলছেন তরুণী

ভূমি চৌহান

শেষ আপডেট: 13 June 2025 07:09

দ্য ওয়াল ব্যুরো: মাত্র দশ মিনিটের জন্য বেঁচে গেলেন। বিমানে থাকা ২৪১ জন আর ফিরলেন না। আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একটুর জন্য রেহাই পেলেন লন্ডনবাসী ভারতীয় ভূমি চৌহান।

'আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছি। কথা বলতে পারছি না... গা হাত পা কাঁপছে। মাথায় কিছুই ঢুকছে না,' আমদাবাদে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন পায়েল। বৃহস্পতিবার দুপুরে লন্ডনগামী যে এয়ার ইন্ডিয়া বিমানে ওঠার কথা ছিল তাঁর, সেটি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে।

বিমানবন্দরে দুপুর ১.৩০ নাগাদ পৌঁছেছিলেন তিনি। কিন্তু দশ মিনিট দেরিতে পৌঁছনোর ফলে বোর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল। ফ্লাইটটি টেক অফ করে ১.৩৮ নাগাদ। তার পরই হয় বিপর্যয়। ভূমি বলেন, 'আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। ওই দশ মিনিট... ওই দশ মিনিট আমায় বাঁচিয়ে দিল। গণপতি বাপ্পার কৃপায় আমি আজ বেঁচে।'

দু'বছর পর ছুটি কাটাতে ভারতে ফিরেছিলেন ভূমি। লন্ডনে স্বামীর সঙ্গে থাকেন। এবার একাই ফিরছিলেন। পরিবারের সঙ্গে আনন্দ করে, উপহার আর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু এখন, দাঁড়িয়ে শুধুই প্রার্থনা করছেন। বাকি যাত্রীদের আত্মার শান্তি কামনায়।

ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে চোখে জল আসে তাঁর, 'ওই বিমানে আমিও থাকতাম... ভাবলেই গা শিউরে উঠছে।'

এই দুর্ঘটনা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র ১২ বছর বয়সি এই বিমানটি কয়েক ঘণ্টা আগেই দিল্লি থেকে আমদাবাদে এসেছিল। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি আকাশে ৬২৫ ফুট পর্যন্ত উঠে আচমকাই নীচে নামে এবং মুহূর্তে আবাসিক এলাকায় ভেঙে পড়ে। বিস্ফোরণে প্রায় যায় ২৪১ জনের।

প্রাণে বেঁচে গিয়েও পায়েলের মন আজ নিঃস্ব। শোকস্তব্ধ মুখে একটাই কথা বার বার বলছেন, 'এটা আমার বাঁচা গণপতি বাপ্পার আশীর্বাদ ছাড়া কিছু নয়।'


ভিডিও স্টোরি