দু'বছর পর ছুটি কাটাতে ভারতে ফিরেছিলেন তিনি। এখন, শুধুই প্রার্থনা করছেন। বলছেন, ভগবানের কৃপায় বেঁচে গেলাম।
ভূমি চৌহান
শেষ আপডেট: 13 June 2025 07:09
দ্য ওয়াল ব্যুরো: মাত্র দশ মিনিটের জন্য বেঁচে গেলেন। বিমানে থাকা ২৪১ জন আর ফিরলেন না। আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় একটুর জন্য রেহাই পেলেন লন্ডনবাসী ভারতীয় ভূমি চৌহান।
'আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছি। কথা বলতে পারছি না... গা হাত পা কাঁপছে। মাথায় কিছুই ঢুকছে না,' আমদাবাদে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন পায়েল। বৃহস্পতিবার দুপুরে লন্ডনগামী যে এয়ার ইন্ডিয়া বিমানে ওঠার কথা ছিল তাঁর, সেটি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে।
বিমানবন্দরে দুপুর ১.৩০ নাগাদ পৌঁছেছিলেন তিনি। কিন্তু দশ মিনিট দেরিতে পৌঁছনোর ফলে বোর্ডিং বন্ধ হয়ে গিয়েছিল। ফ্লাইটটি টেক অফ করে ১.৩৮ নাগাদ। তার পরই হয় বিপর্যয়। ভূমি বলেন, 'আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। ওই দশ মিনিট... ওই দশ মিনিট আমায় বাঁচিয়ে দিল। গণপতি বাপ্পার কৃপায় আমি আজ বেঁচে।'
দু'বছর পর ছুটি কাটাতে ভারতে ফিরেছিলেন ভূমি। লন্ডনে স্বামীর সঙ্গে থাকেন। এবার একাই ফিরছিলেন। পরিবারের সঙ্গে আনন্দ করে, উপহার আর স্মৃতি নিয়ে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু এখন, দাঁড়িয়ে শুধুই প্রার্থনা করছেন। বাকি যাত্রীদের আত্মার শান্তি কামনায়।
ঘটনার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে চোখে জল আসে তাঁর, 'ওই বিমানে আমিও থাকতাম... ভাবলেই গা শিউরে উঠছে।'
এই দুর্ঘটনা বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মাত্র ১২ বছর বয়সি এই বিমানটি কয়েক ঘণ্টা আগেই দিল্লি থেকে আমদাবাদে এসেছিল। ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, বিমানটি আকাশে ৬২৫ ফুট পর্যন্ত উঠে আচমকাই নীচে নামে এবং মুহূর্তে আবাসিক এলাকায় ভেঙে পড়ে। বিস্ফোরণে প্রায় যায় ২৪১ জনের।
প্রাণে বেঁচে গিয়েও পায়েলের মন আজ নিঃস্ব। শোকস্তব্ধ মুখে একটাই কথা বার বার বলছেন, 'এটা আমার বাঁচা গণপতি বাপ্পার আশীর্বাদ ছাড়া কিছু নয়।'