শেষ আপডেট: 30th January 2025 09:10
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় মৃত্যুমিছিল হয়েছে যোগী রাজ্যে। সরকারি তথ্য অনুযায়ী ৩০ জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অন্তত ৯০। পদপিষ্টের ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। রাজ্যের বিজেপি সরকারকে নিশানা করছে বিরোধী রাজনৈতিক মহল। তবে উত্তরপ্রদেশের এক মন্ত্রী মনে করছেন, এটা ছোট ঘটনা। এমনটা হতেই পারে।
সঞ্জয় নিশাদ নামের উত্তরপ্রদেশের এক মন্ত্রী বাকিদের মতোই মহাকুম্ভের পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। তবে তারপর যে মন্তব্য করেছেন তা বিতর্ক তৈরি করেছে। মন্ত্রীর কথায়, ''বড় বড় অনুষ্ঠান যেখানে এত মানুষের ভিড় হয়, সেখানে এমন ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই পারে।'' একই সঙ্গে তাঁর আশ্বাসবার্তা, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোটা বিষয়টি নিজের পর্যবেক্ষণে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের রয়েছে তাই আতঙ্কের কিছু নেই।
কুম্ভের এই জমায়েতকে বিশ্বের সবচেয়ে বড় মানব-জমায়েত বলা হয়। আর পদপিষ্টের ঘটনাও এই প্রথম ঘটেনি সেখানে। এর আগে অন্তত পাঁচবার এমন ঘটনার সাক্ষী থেকেছে দেশ। চলতি কুম্ভের জন্যও এক বছর আগে থেকে প্রস্তুতি নিয়েছিল যোগী প্রশাসন। তারপরও এমন ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে প্রশ্ন। তে যোগীর মন্ত্রী বলছেন, ''জমায়েত নিয়ন্ত্রেণের জন্য যে ব্যবস্থা করা হয়েছিল তা পৃথিবীর আর কোথাও করা হয় না। কিন্তু যেখানে এত মানুষের ভিড় হয়, সেখানে এই রকম ঘটনা ঘটে যেতেই পারে।'' যদিও তাঁর বক্তব্য, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার ব্যবস্থাও নেওয়া হয়েছে।
প্রয়াগরাজের ডিআইজি বৈভব কৃষ্ণ আগেই জানিয়েছেন, ভিড় সামলানোর জন্য যে ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছিল তা ভেঙে যায়। সেই মুহূর্তে প্রচুর মানুষ ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। পিছনের পুরো ভিড় তাঁদের ওপর গিয়ে পড়ে। এই কারণে দুর্ঘটনা। এবার পুলিশের তরফে মেলা চত্বরে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিভিআইপি পাস বাতিল থেকে শুরু করে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার।
পদপিষ্টের ঘটনা নিয়ে অবশ্য উত্তরপ্রদেশ পুলিশের ব্যাখ্যা, ডুব দেওয়ার জন্য অপেক্ষারত ভক্তদের ওপর শয়ে শয়ে মানুষ পড়ে যান, তার ফলেই দুর্ঘটনা। যারা কোনও রকমে বেঁচে গেছেন তাঁদের অনেকেই বলছেন, ভিড় বাড়ছিল দেখে যদি সময়ে ব্যারিকেড খুলে দেওয়া হত তাহলে এত চাপ পড়ত না। কিন্তু সেটা করা হয়নি।