শেষ আপডেট: 27th August 2024 18:41
দ্য ওয়াল ব্যুরো: আর জি কর কাণ্ড নিয়ে কলকাতা যখন রণক্ষেত্রের চেহারা নিল, তার মধ্যেই রাজস্থানের যোধপুরের একটি সরকারি হাসপাতালে পঞ্চদশী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ সামনে এল। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে একজন হাসপাতালের প্রাক্তন কর্মী।
গণধর্ষণের ঘটনাটি ঘটে গত রবিবার রাতে। মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরে কিশোরীটি ঘোরাঘুরি করছিল। তখনই এই দুজনের নজরে পড়ে সে। ওর সঙ্গে কথাবার্তা বলে তাকে ভুলিয়েভালিয়ে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। জায়গাটি হল হাসপাতালের চিকিৎসা বর্জ্য ফেলার বিভাগ। সেখানে রাতে অন্য লোকজন না আসার সুযোগে ওই দুই যুবক তাকে গণধর্ষণ করে সেখানে।
পুলিশ সূত্র জানিয়েছে, পরিবারের সঙ্গে ঝগড়াঝাঁটি হওয়ায় কাউকে না জানিয়ে ওই কিশোরী বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। যার পরিপ্রেক্ষিতে বাড়ির লোক স্থানীয় সুরসাগর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। একইসঙ্গে কেউ তাকে লোভ দেখিয়ে নিয়ে গিয়েছে বলেও এফআইআর দায়ের করা হয়।
সোমবার পুলিশ তাকে হাসপাতাল চত্বর থেকে অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করে। তাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুই যুবক তাকে গণধর্ষণ করেছে বলে সে জানায়। পুলিশ ওই যুবকের বিরুদ্ধে পকসো এবং ধর্ষণের ধারায় মামলা দায়ের করে। মেয়েটির ডাক্তারি পরীক্ষা হয়েছে এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেন। হাসপাতালের সুপার জানান, ওই দুজনের একজন আগে চুক্তির ভিত্তিতে কাজ করত বলে শুনেছি।