শেষ আপডেট: 16th October 2024 21:32
দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনে পরপর বিমানে বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়েছে। ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে এই কাজ করা হয়েছে বলে আগেই জানিয়েছিল পুলিশ। এবার এই ঘটনায় এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু এই খবর জানিয়েছেন।
সোমবার প্রথমে একাধিক বিমানে বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। তারপর মঙ্গলবারও একই খবরে আরও আতঙ্ক বাড়ে। তবে দু'দিনই দেখা যায় যে, খবরটি ভুল। অর্থাৎ, কেউ ভুয়ো তথ্য রটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এই কারণে বিমান পরিষেবাও স্বাভাবিকভাবে বিঘ্নিত হয়েছে। গোটা বিষয়টি নিয়ে বুধবারই উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। সিভিল এভিয়েশন সিকিউরিটি ব্যুরো (বিসিএএস) এবং সাইবার সিকিউরিটি এজেন্সিও তদন্ত করছিল।
মুম্বই পুলিশ সূত্রে খবর, নিজের বন্ধুকে ফাঁসানোর জন্য পরপর বিমানে বোমাতঙ্ক ছড়াচ্ছিল ওই নাবালক (১৭)। টাকা নিয়ে এক বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছিল তাঁর। রাগের বশে সোশ্যাল মিডিয়ায় তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলে সে। সেখানে থেকেই বোমাতঙ্কের ভুল খবর দিয়ে যাচ্ছিল সে। তবে ওই নাবালকের বিষয়ে এখনও বিস্তারিতভাবে কিছু জানায়নি পুলিশ।
সোমবারের পর মঙ্গলবার সাতটি বিমানে বোমা হামলার হুমকি দিয়ে নিরাপত্তা সংস্থাগুলিকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। তার মধ্যে কয়েকটি অ্যাকাউন্ট শনাক্ত করেছিল পুলিশ। সেই সূত্র ধরেই এই গ্রেফতারি। তবে গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী ভীষণ উদ্বিগ্ন। তবে তিনি জানিয়েছেন, নিয়মিত পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে এবং তৎপরতার সঙ্গে প্রতিটি ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।