প্রতীকী ছবি
শেষ আপডেট: 16th January 2025 21:12
দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের ফলোদির ঘটনা। স্কুলের সামনে থেকে অপহরণ করে ১৩ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন জনের বিরুদ্ধে। অভিযোগ, থানায় নিখোঁজ ডায়েরি করে ফেরার পথে রাস্তায় বিধ্বস্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন বাবা। ঘটনায় এক জনকে গ্রেফতার করা হলেও বাকি দু'জনকে খুঁজে পেতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
বুধবার সকালে আর পাঁচটা দিনের মতোই নাবালিকা স্কুলে যাচ্ছিল। পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্ত স্কুলের সামনেই গাড়ি নিয়ে ওঁত পেতে বসেছিলেন। সকাল ১০টা নাগাদ সুযোগ বুঝে জোর করে ওই নাবালিকাকে গাড়িতে তোলা হয়। অভিযোগ, স্কুল থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে ওই তিনজন গণধর্ষণ করেন।
লোহাওয়াট সার্কেলের ডিএসপি সংগ্রাম সিংহ জানিয়েছেন, নাবালিকার বয়ান রেকর্ড করা হয়েছে। তদন্তে নেমে বৃহস্পতিবার ২১ বছরের এক যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ যাতে পেরেছে অভিযুক্ত নাবালিকার বাবার পরিচিত। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
নাবালিকার বাবার কথায়, সকাল সাড়ে ১১টা নাগাদ স্কুল থেকে ফোন করে জানায় যে তাঁর মেয়ে স্কুলে আসেনি। এরপরই খোঁজখবর শুরু করেন তিনি। কোত্থাও না পেয়ে বাধ্য হয়ে থানায় নিখোঁজ ডায়েরি করে ফেরার পথেই মেয়েকে তিনি পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
মেডিক্যাল পরীক্ষার পর নাবালিকার শরীরে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। তিন জনের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পকসো-সহ ধর্ষণ, গণধর্ষণ, অপহরণের মামলা রুজু করা হয়েছে।