শেষ আপডেট: 4th November 2024 17:30
দ্য ওয়াল ব্যুরো: হিন্দুসভা মন্দিরে উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের হিংসাত্মক হামলার নিন্দা করল ভারতের বিদেশ মন্ত্রক। কানাডার ব্রাম্পটনে ওই হামলার প্রতিবাদে সোমবার বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এদিকে, কোয়ালিশন অফ হিন্দুস অফ নর্থ আমেরিকা নামে হিন্দুদের একটি সংগঠন খলিস্তানিদের এই হামলার প্রতিবাদে একটি শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা করেছে। এদিনই এই বিক্ষোভ সভা করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়।
হিন্দু বিরোধী ঘৃণা এবং খলিস্তানি হুমকির বিরুদ্ধে হিন্দু মহাসভা মন্দির ও কানাডার রাজধানী সুরে-র লক্ষ্মীনারায়ণ মন্দিরে বিক্ষোভ দেখানো হবে। হিন্দু কানাডিয়ান ফাউন্ডেশন নামে আরেকটি সংগঠনের অভিযোগ, ব্রাম্পটনের হামলায় নারী ও শিশুদেরও রেয়াত করেনি খলিস্তানপন্থীরা। এর আগেই কানাডার ভারতীয় হাইকমিশন এই হামলাকে হিংসাত্মক গন্ডগোল বলে ভারত-বিরোধী দুষ্কর্ম বলে ব্যাখ্যা করেছিল।
পরে সোমবার দুপুরের পর বিদেশ মুখপাত্র জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আমরা উগ্রপন্থী ও বিচ্ছিন্নতাবাদীদের এই হিংসাত্মক আচরণের নিন্দা করছি। কানাডা সরকারকে বলা হচ্ছে, তারা যেন এ ধরনের হামলা থেকে সব মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করে। আমরা আরও আশা করি, এই হামলার ঘটনায় জড়িতরা যেন উপযুক্ত শাস্তি পায়। ভারত সরকার কানাডায় বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন। আমাদের দেশের মানুষ ও দূতাবাস কর্মীরা কোনওভাবেই ভয়ভীতি, হুমকি, হেনস্তা এবং হামলার শিকার না হন।