কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
শেষ আপডেট: 28th July 2024 08:10
দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস সভানেত্রী তথা রাজ্যসভার সদস্য সনিয়া গান্ধী-সহ বিরোধীদের উদ্দেশে লোকসভায় অসংসদীয় ভাষা ব্যবহার এবং হুমকিমূলক মন্তব্য করার অভিযোগ উঠল মোদীর মন্ত্রীর বিরুদ্ধে। এ ব্যাপারে স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ।
স্পিকারকে লেখা চিঠিতে তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং এবং রবনীত সিং বিট্টু যথাক্রমে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে হুমকিমূলক এবং অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন।
বিড়লার কাছে পাঠানো চিঠিতে অসমের যোরহাটের কংগ্রেস সাংসদ গৌরব লিখেছেন, 'গত ২৬ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুডা যিনি সংসদ সদস্য নন তার বিরুদ্ধে সংসদে হুমকিপূর্ণ ভাষা ব্যবহার করেছিলেন। একইভাবে ২৫ জুলাই, কেন্দ্রীয় রাজ্য মন্ত্রী রবনীত সিং বিট্টু কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন এবং রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী সম্পর্কে সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করেছেন। এমনকী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও সংসদে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দিয়েছেন। সংসদীয় বিষয়ক মন্ত্রীর উপস্থিতিতেই এ ঘটনাগুলি ঘটেছে।'
চিঠিতে কংগ্রেস সাংসদ স্পিকারের উদ্দেশে আরও লেখেন যে, 'এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, সংসদের মধ্যে হুমকি এবং অসংসদী ভাষা ব্যবহার করে বিরোধীদের কণ্ঠস্বর রোধের চেষ্টা করা হচ্ছে।' একই সঙ্গে এ ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন গৌরব। স্পিকারের কাছে তাঁর আর্জি, "আশা করি আপনি অবিলম্বে হস্তক্ষেপ করবেন এবং সংসদ সদস্যদের বিরুদ্ধে এই নিন্দনীয় বিবৃতি দেওয়ার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন"। এখন দেখার স্পিকার কোনও পদক্ষেপ করেন কি না।