শেষ আপডেট: 6th December 2024 13:26
দ্য ওয়াল ব্যুরো: পৃথক পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের দুই জেলায় মৃত্যু হল মোট ১০ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১২ জন।
বৃহস্পতিবার রাতেই একটি দুর্ঘটনায় পিলভিটে মৃত্যু হয়েছিল পাঁচ জনের। তার কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে চিত্রকূট জেলায়। সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সাতসকালে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। রাইপুরা থানা এলাকায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে গাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয় বলে খবর। এদিন প্রয়াগরাজের দিক থেকে সেটি আসছিল বলে জানা গেছে। গাড়িতে মোট ১১ জন যাত্রী ছিলেন। বাকি ৬ জনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে পিলভিটের দুর্ঘটনায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পিলভিট জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিল গাড়িটি। গাড়িতে মোট ১১ জনের দল ছিল বলে খবর। আচমকা নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে সেটি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। পরে চিকিৎসা চলাকালীন হাসপাতালে মৃত্যু হয় আরও দু’জনের। বাকি ছ’জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। জোড়া দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।