শেষ আপডেট: 2nd November 2024 15:35
দ্য ওয়াল ব্যুরো: আশঙ্কাই সত্যি হল। বিষাক্ত বাজরার দানা খেয়েই মৃত্যু মধ্যপ্রদেশের বান্ধবগড়ের ১০ হাতির। শনিবারই ময়নাতদন্তের রিপোর্ট সামনে এসেছে। সেখানেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বাজরার ক্ষেতে দিনকয়েক আগেই বিষাক্ত কীটনাশক স্প্রে করা হয়েছিল। তা খেয়েই এমন পরিণতি হয়েছে।
বুধবারই সাত হাতি মৃত্যুর খবর সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল। তার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মধ্যপ্রদেশের বান্ধবগড়ে উদ্ধার হয় আরও তিনটি দেহ। চলতি সপ্তাহেই এখনও পর্যন্ত ১০ হাতির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিন্তু কীভাবে এত হাতির মৃত্যু হচ্ছে তার কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না।
চিকিৎসকরা প্রথম থেকেই আশঙ্কা করছিলেন বিষাক্ত ফসল খেয়েই মৃত্যু হয়েছে সবার। কিন্তু সেটা যে শুধুই বাজরার দানা খেয়ে তা নিশ্চিত করে বলা যাচ্ছিল না।
বন দফতরের অতিরিক্ত প্রধান জানিয়েছেন, বাজরা দানার নমুনা সংগ্রহের পাশাপাশি হাতিদের লিভার, কিডনিও পরীক্ষা করা হয়েছে। শুক্রবারই সংগৃহীত নমুনাগুলি উত্তরপ্রদেশের ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইন্সটিটিউট এবং সাগর ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
পূর্ব মধ্যপ্রদেশের উমারিয়া ও কাটনি জেলা জুড়ে বিস্তৃত বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে হাতি মৃত্যুর কারণ খুঁজতে আগেই পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল মোহন যাদব সরকার।
তদন্তকারী এক পশু চিকিৎসক জানিয়েছেন, হাতিগুলি মাটিতে পড়েছিল এবং মৃত্যুর আগে কাঁপছিল। ইতিমধ্যে বন বিভাগ ছ’জন কৃষককে শনাক্ত করেছে। তাঁদের ক্ষেতের বাজরা খেয়েই এমন কাণ্ড।