Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভারতের প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা চাই, স্টার রেটিং নয়, কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের চপ-সিঙ্গারা-জিলিপির পাশে সিগারেটের মতোই সতর্কবার্তা, নাগপুর থেকে প্রচার শুরু এইমসেরএসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি
Milkman Spitting into Milk

পুজোর দুধে থুতু দিলেন মহম্মদ শরিফ! পাপ্পু নাম নিয়ে দুধ বেচতেন, ধর্মীয় অসন্তোষ লখনউয়ে

ঘটনার পর শুক্লার পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ জমা দেয়। তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তির আসল নাম মহম্মদ শরিফ। তবে তিনি ‘পাপ্পু’ নামে পরিচয় দিয়ে অনেকদিন ধরেই দুধ বিক্রি করছিলেন।

পুজোর দুধে থুতু দিলেন মহম্মদ শরিফ! পাপ্পু নাম নিয়ে দুধ বেচতেন, ধর্মীয় অসন্তোষ লখনউয়ে

ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 6 July 2025 08:10

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ের গোমতীনগর এলাকায় এক দুধ বিক্রেতার কীর্তিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, তিনি গ্রাহকের বাড়িতে দুধ পৌঁছে দেওয়ার সময় ইচ্ছে করেই তাতে থুতু ফেলেছেন। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ঘৃণ্য মানসিকতার ছবি।

সিসিটিভিতে দেখা যায়, দুধের পাত্র হাতে নিয়ে ওই ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠছেন, এরপর কলিংবেল বাজানোর আগে এদিক-ওদিক দেখে দুধের মধ্যেই থুতু ফেলছেন। অভিযুক্তর কাছ থেকে প্রতিদিন দুধ কিনতেন লভ শুক্লা নামের এক স্থানীয় বাসিন্দা। 

তিনি জানান, এই দুধ তিনি শিবের পুজোয় ব্যবহার করতেন। তাঁর দাবি, 'শুধু দুধ নয়, এটা আমার ভগবানের উদ্দেশে নিবেদন। কেউ যদি ইচ্ছা করে এটা অপবিত্র করে, তাহলে সেটা আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়।'

ঘটনার পর শুক্লার পরিবার স্থানীয় থানায় লিখিত অভিযোগ জমা দেয়। তদন্তে পুলিশ জানতে পারে, অভিযুক্ত ব্যক্তির আসল নাম মহম্মদ শরিফ। তবে তিনি ‘পাপ্পু’ নামে পরিচয় দিয়ে অনেকদিন ধরেই দুধ বিক্রি করছিলেন।

এই ঘটনা সামনে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বেশ কিছু হিন্দু সংগঠন পুলিশের কাছে অভিযোগ করে। তাঁদের দাবি, এটা শুধু অপরাধ নয়, ধর্মীয় অপমানও বটে। ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ অভিযোগ জানিয়ে জানিয়েছে, দোষীর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হোক। সংগঠনের এক নেতা বলেন, 'এটা খুবই স্পর্শকাতর বিষয়। এখন কাওড় যাত্রা চলছে, এই সময় অনেকেই শিবের আরাধনায় দুধ ব্যবহার করেন। এইভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অপমান মেনে নেওয়া যায় না।'

স্থানীয় পুলিশ আধিকারিক জানান, 'ঘটনার ভিডিও ফুটেজ হাতে এসেছে। তদন্ত চলছে। খুব শীঘ্রই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'


ভিডিও স্টোরি