অপারেশন সিঁদুর ভারত-পাকিস্তান সম্পর্কের 'নিউ নরম্যাল' অবস্থান ঘটিয়েছে।
ফাইল ছবি।
শেষ আপডেট: 13 May 2025 18:52
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর ভারত-পাকিস্তান সম্পর্কের 'নিউ নরম্যাল' অবস্থান ঘটিয়েছে। মঙ্গলবার ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিজি (DG-DIA) লেফটেন্যান্ট জেনারেল ডিএস রানা ৭০টি দেশের দূতকে অপারেশন সিঁদুরের এই সাফল্যকেই তুলে ধরলেন। সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধ ভারতের এই যুদ্ধে পাকিস্তানের পক্ষে থাকা চিন ও তুরস্ক এই বৈঠকে হাজির ছিল না।
ভারত উপস্থিত ৭০টি দেশের প্রতিনিধিদের কাছে স্পষ্ট করে দেশের নয়া জমানার যুদ্ধকৌশল ক্ষমতা, পাকিস্তানের তুলনায় যুদ্ধে দাপট, রণ-রাজনৈতিক কৌশলগত সমাধানের বিষয় তুলে ধরে। যার ফলে দুই পড়শি দেশের সম্পর্ক নতুন সমীকরণের দিকে গড়াতে পারে আন্তর্জাতিক মঞ্চকে জানিয়ে দেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল ডিএস রানা ভারতীয় বাহিনীর নিখুঁত রণকৌশলের কথা তুলে ধরে জানান, অনেক পরীক্ষানিরীক্ষার পর অব্যর্থ দিশায় আঘাত হানা হয়েছে জঙ্গি ঘাঁটিতে। তবে বিশেষ সূত্র জানিয়েছে, বিদেশি দূতদের এই বৈঠকে চিনকে আমন্ত্রণ জানানো হয়নি বলে তাদের কোনও প্রতিনিধি আসেনি। অন্যদিকে, তুরস্ক এই বৈঠকে গরহাজির ছিল।
ডিআইএ প্রতিনিধিদের সামনে পাকিস্তানের মাটিতে কীভাবে জঙ্গি ঘাঁটি ছিল, তার উপযুক্ত ও প্রামাণ্য তথ্য তুলে ধরে। এই সংঘর্ষে পাকিস্তান কীভাবে লাগাতার মিথ্যাভাষণ ও অপপ্রচার চালিয়ে গিয়েছে, তাও জানানো হয় সকলকে। পাকিস্তানের কারণেই আঞ্চলিক শান্তি-সুস্থিতি বিঘ্নিত হচ্ছে বলে জানানো হয় ভারতের তরফে।