শেষ আপডেট: 15th April 2025 16:00
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের হিংসাশ্রয়ী ঘটনার পিছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এই খবর জানিয়েছে। গত ১২ ও ১৩ এপ্রিল মুর্শিদাবাদের বিভিন্ন অংশে ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে হিংসা ছড়িয়ে পড়ে। যাতে এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে সূত্রটি জানিয়েছে। আগাম সতর্কতা হিসেবে বাংলাদেশ সীমান্তবর্তী তিন জেলায় অতিরিক্ত আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। মন্ত্রক সূত্র জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট বলছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা প্রত্যক্ষভাবে এই হিংসায় জড়়িত। যাকে পিছন থেকে সমর্থন করেছে স্থানীয় কিছু তৃণমূল নেতা। পরে যা তাঁদের লাগামছাড়া হয়ে যায়।
মন্ত্রক মনে করছে, এই ঘটনা কেবলমাত্র হিন্দুদের টার্গেট করে হয়েছে। এবং এই কারণে ফের নতুন করে রাজ্যে বাংলাদেশি দুষ্কৃতীদের অনুপ্রবেশের সম্ভাবনা জোরাল হয়েছে। মূলত বাংলাদেশিদের তাণ্ডবেই সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে বলে বিশ্বাস অমিত শাহের মন্ত্রকের।সূত্রটি জানাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে।
কীভাবে হিংসা ছড়াল এবং কেনই বা রাজ্য সরকার সাধারণ মানুষের জানমালের রক্ষা করতে পারল না তা জানতে চাওয়া হয়েছে।এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে কেন্দ্র এবং রাজ্যের বক্তব্য জানাতে বলেছে।