শেষ আপডেট: 7th February 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: বিজ্ঞাপনে আসারাম বাপুর ছবি। প্যারেন্টস ওরশিপ ডে'র একটি বিজ্ঞাপন নিয়ে বেকায়দায় পড়ল দিল্লি মেট্রো। ট্রোল হল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগকারী এক্স হ্যান্ডেলে গোটা বিষয়টি জানান। তারপরই ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে।
২০১৮ সালে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় আসারামকে। ২০২৩ সালের জানুয়ারিতে তিনি গুজরাতের একটি আশ্রমে আরও একটি ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে। তার ছবিই দিল্লির মেট্রোয় থাকা বিজ্ঞাপনে দেখে রীতিমতো বিরক্ত হন এক আইনজীবী।
'দ্য লিগ্যাল ম্যান' নামের একটি অ্যাকাউন্ট থেকে বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট হয়। সেখানে দু'টি ছবি শেয়ার করা হয়। দু'টিতেই জ্বল জ্বল করছে বিজ্ঞাপনটি। একটি ইংরাজিতে লেখা আরেকটি হিন্দিতে লেখা। আইনজীবী পোস্টটিতে প্রশ্ন তোলেন, দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) কীভাবে একজন অপরাধীর ছবি বিজ্ঞাপনে দেখেও তার অনুমোদন দিতে পারে। তিনি এই ঘটনাটিকে 'অত্যন্ত লজ্জাজনক' বলে উল্লেখ করেন।
লেখেন, 'শেম অন @OfficialDMRC। যাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বর্তমানে কারাগারে বন্দী, তার পোস্টার, ছবি ইত্যাদি দিয়ে দিল্লি মেট্রো রেলে কীভাবে প্রচার হয়? এটা লজ্জাজনক।
Shame @OfficialDMRC
— The Legal Man (@LegalTL) February 6, 2025
How can Delhi Metro allow a criminal who is convicted under RAPE CHARGES, and spending his conviction inside jail, endorse his posters, pics etc inside the Delhi metro rail?
Highly shameful act by #delhimetro pic.twitter.com/qP7ryrvmhp
পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অনেকে। ধিক্কার জানাতে শুরু করেন নেটিজেনরা। কমেন্ট সেকশনে একজন লেখেন, 'অত্যন্ত লজ্জাজনক বিষয়। ভাষায় প্রকাশ করা যাবে না। যারা এই বিজ্ঞাপনটির অনুমোদন দিয়েছেন, তাদের তদন্ত করা উচিত, কারণ কোনও সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের বিজ্ঞাপনের অনুমোদন দেবেন না।' আরেকজন বলেন, 'এটা অবাক করার মতো একটা বিষয়। শুধু টাকা উপার্জনের জন্য কেউ এমন বিজ্ঞাপনে অনুমোদন দিচ্ছে!'
পোস্টটি ভাইরাল হওয়ার পরই দিল্লির মেট্রোর নজরে আসে বিষয়টি। তাদের তরফে প্রতিক্রিয়া স্বরূপ জানিয়ে দেওয়া হয়, বিজ্ঞাপনগুলি মেট্রো থেকে সরানোর কাজ শুরু হয়েছে। যারা এই বিজ্ঞাপনের কাজের সঙ্গে যুক্ত। তাদের এই বিজ্ঞাপন সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ডিএমআরসি জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলির অপসারণ প্রক্রিয়া রাতেই শুরু হবে, সবগুলি সরিয়ে ফেলতে একটু সময় লাগবে।