শেষ আপডেট: 15th January 2025 13:58
দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত ধনকুবের ব্যবসায়ী মার্ক জুকেরবার্গের তথ্যপ্রযুক্তি কোম্পানি মেটা ইন্ডিয়া কর্তৃপক্ষ অবশেষে বুধবার ক্ষমা চাইল। কোম্পানির সিইও মার্ক জুকেরবার্গ একটি মন্তব্য করেছিলেন যে, ২০২৪ সালের ভোটে ভারতের ক্ষমতাসীন সরকার ক্ষমতা হারিয়েছে। যা নিয়ে তীব্র প্রতিবাদ ওঠে গেরুয়া শিবির থেকে। গতকাল, মঙ্গলবার আইটি বিষয়ক সংসদীয় কমিটির প্রধান, বিজেপি এমপি নিশিকান্ত দুবে জানিয়েছিলেন, এই ঘটনার জন্য কমিটি মেটা ইন্ডিয়ার কর্তাদের তলব করতে পারে। দুবের এই প্রচ্ছন্ন হুঁশিয়ারির পরদিনই মেটা কর্তৃপক্ষ ক্ষমা চেয়ে নেয়।
মেটা ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ক্ষমা চেয়ে নিয়ে জানিয়েছেন, এটা একটি অনিচ্ছাকৃত ভুল ছিল। ভারতের মেটা ভাইস প্রেসিডেন্ট শিবনাথ ঠুকরাল এক বিবৃতিতে বলেছেন, মার্ক জুকেরবার্গের মন্তব্য- ২০২৪ সালের নির্বাচনে অনেক দেশের ক্ষমতাসীন দল পুনর্নির্বাচিত হতে পারেনি, এই কথাটি কয়েকটি দেশের ক্ষেত্রে সত্যি ছিল। তবে তা ভারতের ক্ষেত্রে নয়। সে কারণে আমরা এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। মেটা-র কাছে ভারত এক অতি গুরুত্বপূর্ণ দেশ। আমরাও ভবিষ্যতে ভারতের সঙ্গে ভালোবাসায় জড়িয়ে থাকতে চাই।
ভারতের নির্বাচন (India Election) নিয়ে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে মেটা কর্তৃপক্ষকে তলব করার কথা গতকালই জানিয়েছিলেন সংসদীয় (Parliamentary Standing Committee) তথ্যপ্রযুক্তি বিষয়ক কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে। তিনি বলেছিলেন, ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে মেটা কর্তৃপক্ষকে তলব করা হবে। এক্স হ্যান্ডলে পোস্ট করে দুবে বলেন, গণতান্ত্রিক দেশ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ালে ভাবমূর্তি খারাপ হয়। এক্ষেত্রে প্রতিষ্ঠানকে সংসদ ও জনগণের সামনে ক্ষমা চাইতে হবে।
গত ১০ জানুয়ারি জনপ্রিয় পডকাস্টার জো রোগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ৪০ বছর বয়সি মেটা প্রধান মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) দাবি করেন, ২০২৪ সালে বেশকিছু দেশে নির্বাচন হয়। তার মধ্যে ভারতও ছিল। এই নির্বাচনে সেই দেশগুলিতে ক্ষমতাসীন সরকার হেরে গিয়েছে। তিনি বলেন, ২০২৪ সালে সারা পৃথিবীতে গুরুত্বপূর্ণ দেশগুলিতে নির্বাচন হয়। যেখানে প্রায় সর্বত্রই ক্ষমতাসীনরা ক্ষমতা হারিয়েছে। হয়তো এটা মুদ্রাস্ফীতি বা কোভিড মোকাবিলায় গৃহীত অর্থনৈতিক নীতির কারণে। সারা বিশ্বজুড়েই এর প্রভাব পড়ে। এই মন্তব্যের পরই বিতর্ক দানা বাধে।