শেষ আপডেট: 15th April 2025 07:31
দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৫০০ কোটি টাকা জালিয়াতির (PNB Scam) মামলায় যুক্ত তিনি। বেশ কয়েক বছর দেশ থেকে পালিয়ে ঘুরছিলেন। অবশেষে সোমবার মেহুল চোকসীকে (Mehul Choksi) গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। এই গ্রেফতারির পর মেহুলের পুরনো কিছু কীর্তি ফের সামনে আসতে শুরু করেছে। তার মধ্যে একটি, তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটের জন্য বিপুল টাকা বকেয়া।
মুম্বইয়ের মালাবার হিলে গোকুল অ্যাপার্টমেন্টে একাধিক ফ্ল্যাট ছিল মেহুল চোকসীর। কিন্তু দীর্ঘদিন সেখানে না থাকার কারণে আজ ওই ফ্ল্যাটগুলির প্রায় ভগ্নপ্রায় দশা। যদিও স্থানীয়রা জানিয়েছেন, ওই ফ্ল্যাট দেখভালের জন্য যে টাকা দিতে হত, গত ৭ বছরে তার কিছুই দেননি চোকসী। বকেয়া রয়েছে প্রায় ৬৩ লক্ষ টাকা! পিএনবি মামলায় নাম আসার পর এই ফ্ল্যাটগুলি আগেই বাজেয়াপ্ত করেছিল ইডি। এখন জানা গেল, সেগুলির 'মেন্টেনেন্স ফি' কখনই দেননি পলাতক এই ব্যবসায়ী।
সর্বভারতীয় এক সংবাদসংস্থা জানিয়েছে, গোকুল অ্যাপার্টমেন্টের ৯, ১০ এবং ১১ তলায় তিনটি ইউনিট রয়েছে মেহুলের। এর মধ্যে ১১ নম্বর তলায় টেরেস রয়েছে। ওই ফ্ল্যাটগুলির দেখভালের জন্যই যে টাকা লাগত তা দেননি চোকসী। শুধু তাই নয়, আবাসনের অন্য একটি জায়গা দখল করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের বক্তব্য, বহুতলের মেরামতি করার সময় ওই তিনটি ইউনিটের জন্য প্রতি ইউনিট পিছু ৩০-৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে তাহলে মেহুল চোকসীর বকেয়া প্রায় ১ কোটির কাছাকাছি।ফ্ল্যাট বাজেয়াপ্ত, তার ফলে তার ভিতরে দেখভাল হয় না। এই কারণে গোটা বহুতলের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের। দ্রুত এর কিছু একটা ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।