Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
এসএসসি-র সময়সীমা বাড়ল, তবু উপেক্ষিত স্পেশাল বি.এড প্রার্থীরা, ফের মামলা হাইকোর্টেস্বামী-স্ত্রীর গোপনে রেকর্ড করা ফোনালাপ, ডিভোর্স মামলায় গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ: সুপ্রিম কোর্টঝাড়গ্রামের জঙ্গল ফিরিয়ে আনছে প্রাণ, বাড়ছে হাতি-নেকড়ে-হরিণ, বনবিভাগে স্বস্তির হাওয়াEng vs Ind: চতুর্থ ইনিংসে ঋষভ পন্থের গড় ৫২, জাদেজা-সুন্দরদের পরিসংখ্যান কিন্তু ভীতিকরদু’বার বদলানো হয়েছিল ফুয়েল কন্ট্রোল ইউনিট, তাও ড্রিমলাইনার ভেঙে পড়ল কেন, উঠছে প্রশ্ন'ওরাই দেশটা শেষ করেছে!' কানাডায় আবর্জনা ফেলার ভিডিও ভাইরাল হতেই সমালোচনার মুখে ভারতীয়রানিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড রদ একপ্রকার অসম্ভব, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিসোনার গয়না বা রুপোর বাসন বন্ধক রেখে কী আর ঋণ নেওয়া যাবে না? নতুন ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কেরসৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা
Raja Raghuvanshi Case

পর্যটকদের ট্রেকিংয়ের সময় থাকতেই হবে গার্ডকে, হানিমুন হত্যাকাণ্ডের পর নির্দেশিকা মেঘালয় সরকারের

অনেক পর্যটক তাঁদের কাছে বারবার জানতে চান, রাতে বেরোনো নিরাপদ কি না কিংবা একা গাড়িতে ঘোরা ঠিক হবে কি না। এমনকি বুকিংও বাতিল করে একাধিক পর্যটক।

পর্যটকদের ট্রেকিংয়ের সময় থাকতেই হবে গার্ডকে, হানিমুন হত্যাকাণ্ডের পর নির্দেশিকা মেঘালয় সরকারের

শেষ আপডেট: 30 June 2025 13:45

দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় ট্রেকিং করতে গেলে এখন থেকে পর্যটকদের জন্য গাইড নিয়োগ করা বাধ্যতামূলক। রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের (Raja Raghuvanshi Murder Case) পর পর্যটকদের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পর্যটন উন্নয়ন কমিটির চেয়ারপার্সন ও ডেপুটি কমিশনার।

মেঘালয়ে হানিমুনে (Meghalaya Honeymoon Murder Case) গিয়ে খুন হন রাজা রঘুবংশী  (Raja Raghuvanshi Murder Case)। মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম প্রথমে নিখোঁজ বলেই মনে করা হচ্ছিল। পরে জানা যায়, পূর্ব খাসি হিলস জেলার ওয়েই সাওডং জলপ্রপাত সংলগ্ন নির্জন পার্কিং লটে স্বামীকে হত্যা করেন সোনম। পরে তিনি নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, প্রেমিক ও ভাড়াটে খুনীরাও মেঘালয়ে সোনম ও রাজাদের পিছু নিয়েছিল। ষড়যন্ত্র সফল করতে সোনম ট্রেকিংয়ের সময় কোনও গার্ড নিতে চাইনি। এরপরই নির্জন জায়গায় নিয়ে গিয়ে রাজাকে কুপিয়ে খুন করা হয়।  

এই ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ গোটা মেঘালয় এমনকি উত্তর-পূর্ব ভারতকেই 'অসুরক্ষিত' বলে দাবি করেন। পর্যটন নির্ভর অর্থনীতির জন্য এই ইমেজ একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। চেরাপুঞ্জির (সোহরা) বিভিন্ন রিসর্টের মালিকরা জানান, অনেক পর্যটক তাঁদের কাছে বারবার জানতে চান, রাতে বেরোনো নিরাপদ কি না কিংবা একা গাড়িতে ঘোরা ঠিক হবে কি না। এমনকি বুকিংও বাতিল করে একাধিক পর্যটক।

এক রিসর্ট মালিক সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, "রাজা রঘুবংশীর (Raja Raghuvanshi) ঘটনার পরে কিছু পর্যটক বুকিং বাতিল করেন। আবার অনেকেই ফোন করে জানতে চান এখানে আসা নিরাপদ কি না। আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে, এখানকার পরিবেশ সম্পূর্ণ নিরাপদ। তবে এই ঘটনার ফলে পর্যটকদের মনে একটা ভয় ঢুকে গিয়েছে।"

এই প্রেক্ষাপটেই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখন থেকে অনুমোদিত ট্রেকিং রুটে গাইড ছাড়া কোনও পর্যটককে যেতে দেওয়া হবে না। প্রশাসনের মতে, এতে পর্যটকদের নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনই পর্যটন ক্ষেত্রেও দায়িত্বশীলতা বাড়বে।


ভিডিও স্টোরি