গাড়ি চালিয়ে ভোটকেন্দ্রে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা
শেষ আপডেট: 19 April 2024 16:59
দ্য ওয়াল ব্যুরো: 'এই রাজা বড় সোজা...এ রাজার মতো রাজা নাই।' ভোট দিতে ভোর ভোর বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। শুধু তাই নয়, ভোট দিতে যাওয়ায় উৎসাহ দিতে নিজের গাড়িচালক, দেহরক্ষীদের ছুটি দিয়েছিলেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি সাংমা। অগত্যা নিজেই গাড়ি চালিয়ে টুরার ওয়ালবাকগ্রে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে যান সাংমা। ইচ্ছে ছিল প্রথম ভোটারদের খাতায় নাম তোলার।
কিন্তু, বিধি বাম। বুথে পৌঁছে গিয়ে দেখলেন তাঁর আগে সেখানে লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেক মানুষ। কোনও তাড়াহুড়ো না করে, বিরক্তি প্রকাশ না করে, মুখ্যমন্ত্রীর সুবিধা ভোগ না করে সকলের পিছনে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকলেন। এবং লাইন এগিয়ে যখন নিজের ভোটটি দিলেন, ততক্ষণে কেটে গিয়েছে প্রায় তিন ঘণ্টা।
ভোটের লাইনে দাঁড়িয়ে নিজে গাড়ি চালিয়ে আসার ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী। বললেন, সকলেরই তো ভোট আছে। তাই গাড়ির চালক এবং মুখ্যমন্ত্রী দফতরের সকলকে ছেড়ে দিয়েছি। তাঁরা নিজের বুথে ভোট দিতে চলে গিয়েছেন। তাই আমি নিজেই গাড়ি চালিয়ে ভোরবেলা চলে এসেছিলাম। তাঁর মতে, সকলেরই ভোটাধিকার আছে। ওঁরা ভোট দিতে গিয়েছেন।
তিনি আরও বলেন, আমি যখন বুথে পৌঁছেছি তখন সাড়ে ৬টা বাজে। এসে দেখি, তখনই প্রায় শদুয়েক মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দেখে ভালো লাগল যে, মানুষ উৎসবের মেজাজে ভোট দিতে এসেছেন। এবারে ভোটে শেষপর্যন্ত শতাংশের হার বাড়বে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।