শেষ আপডেট: 8th April 2025 08:28
দ্য ওয়াল ব্যুরো: মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুনের (Meerut Murder Case) ঘটনায় স্ত্রী মুসকান রাস্তোগি (Muskan Rastogi) এখন জেলে রয়েছেন। এই পরিস্থিতিতে সোমবার উত্তরপ্রদেশের মীরাটের জেলা হাসপাতাল জেল কর্তৃপক্ষকে মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে বলেছে ধৃত অন্তঃসত্ত্বা (Pregnant)।
গত ৪ মার্চ রাতে প্রেমিকের সঙ্গে মিলে স্বামী সৌরভকে খুন করেন মুসকান। তার পর দু’জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সৌরভের দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে দেহাংশগুলি ভরে সিমেন্ট ঢেলে দেন। গত ১৮ মার্চ মীরাটের মার্চেন্ট নেভি অফিসার খুনের বিষয়টি প্রকাশ্যে আসে। ১৯ মার্চ গ্রেফতার হন তাঁর স্ত্রী মুসকান এবং সাহিল শুক্লা নামে এক যুবক। তখনই সাহিলের সঙ্গে মুসকানের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে আসে।
আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন মুসকান রাস্তোগি। গত সপ্তাহে সাহিল-মুসকানকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। ধৃত দু'জনেই প্রচণ্ডভাবে মাদকাসক্ত হওয়ায় জেলের মধ্যেই ছটফট করতে থাকেন তাঁরা। প্রাথমিক চিকিৎসার পর যদিও পরিস্থিতি সামাল দেওয়া যায়।
চিকিৎসা চলাকালীনই মুস্কানের শারীরিক পরীক্ষা করা হয়। আগে থেকেই একটা সন্দেহ ছিল। তিনি অন্তঃসত্ত্বা কি না তা নিশ্চিত হতে পরীক্ষা করা হয়। তাতে জানা গিয়েছে, মুসকান মা হতে চলেছেন।
বস্তুত, নিজের স্বামীকে পথের কাঁটা হিসেবে দেখেছিলেন সৌরভের স্ত্রী মুসকান। আর সেই পথের কাঁটাকে সরিয়ে দিতে গিয়ে নিজেদের ছ'বছরের একমাত্র মেয়েকেও কার্যত অনাথ করে দেন তিনি। সেই ছোট্ট শিশুটিকে নিয়েও আইনি লড়াই শুরু হতে পারে সৌরভ এবং মুসকানের পরিবারের মধ্যে।