শেষ আপডেট: 4th October 2024 17:42
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাকিস্তানের মধ্যে অচলায়তন কী কাটতে চলেছে? আগামী ১৫-১৬ অক্টোবর সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে ইসলামাবাদ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দুই প্রতিবেশী দেশের কয়েক যুগের পাথরচাপা সম্পর্ক কী টলবে জয়শঙ্করের এই সফরে। কারণ দীর্ঘ ১০ বছর পর কোনও ভারতীয় বিদেশমন্ত্রী পা রাখতে চলেছেন পড়শি দেশ পাকিস্তানে।
১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকেই ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের কোনও দিন উন্নতি হয়নি। বিশেষত পাক অধিকৃত কাশ্মীর ও কাশ্মীরের আজাদি নিয়ে বছরের পর বছর ধরে দুদেশের বিভিন্ন আলোচনায় বরফ গলেনি। তার উপর কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপে পাক বাহিনী ও তাদের চর সংস্থা আইএসআইয়ের প্রত্যক্ষ যোগের অসংখ্য প্রমাণ দিয়েছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের জমিকে ব্যবহার করে আন্তর্জাতিক জঙ্গিরা ভারত বিরোধী কাজকারবার চালিয়ে গিয়েছে। যদিও প্রতিটি অভিযোগই পাকিস্তান নস্যাৎ করেছে।
এবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সভাপতিত্ব করছে পাকিস্তান। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কিন্তু, মোদী পাকিস্তানে যাচ্ছেন না, তাঁর জায়গায় শীর্ষ বৈঠকে যোগ দিতে যাচ্ছেন বিদেশমন্ত্রী। উল্লেখ্য, এর আগের এসসিও সম্মেলনে গোয়ায় এসেছিলেন পাক বিদেশমন্ত্রী বিলাওল জারদারি ভুট্টো।
ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান, কাজাখস্তান, কিরঘিরজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানকে নিয়ে গঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। ২০২৩ সালে গোয়ায় ১২ বছর পর পাকিস্তানি বিদেশমন্ত্রীর আসার পর এবার ১০ বছর বাদে কোনও ভারতীয় মন্ত্রী পাড়ি দিচ্ছেন ইসলামাবাদে।